ঢালিউডে আছে শিল্পী সমিতি। আছে নির্বাচনও। দুই বছর অন্তর অন্তর উৎসবমুখর হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ। এবারও তার ব্যতিক্রম হয়নি। নায়ক-নায়িকা হারিয়ে দুই বছরের জন্য সভাপতি-সাধারণ সম্পাদকের আসনে বসছেন পর্দার দুই খলনায়ক। তবে সবাই মিলেমিশেই শিল্পীদের কল্যাণে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে দেশের বাইরের চিত্রটা কী? হলিউড-বলিউডে কি এমন নির্বাচন হয়? বলিউডের নির্বাচনে কি শাহরুখ খান-সালমান খানরা প্রার্থী হন? আর হলিউডে টম ক্রুজ বা লিওনার্দো ডিক্যাপ্রিওরা?
কিন্তু না! গুগলে খুঁজে পাওয়া গেল না এমন কোনো নির্বাচনের তথ্য। বলিউডে শাহরুখ, সালমান কিংবা আমির খানদের শিল্পী সমিতির এমন কোনো নির্বাচনে দাঁড়ানোর খবর পাওয়া যায়নি। একই চিত্র ঐশ্বরিয়া, কাজল, রানী কিংবা আলিয়া ভাটদের ক্ষেত্রেও প্রযোজ্য। নায়ক-নায়িকাদের সাধারণ সম্পাদক কিংবা সভাপতি পদে নির্বাচনের খবর কখনও আসতে দেখা যায়নি গণমাধ্যমেও।
হলিউডেও পাওয়া যায়নি এমন কোনো নির্বাচনের খবর। দেখা যায়নি টম ক্রুজ, ব্র্যাড পিট কিংবা ডিক্যাপ্রিওদের এ রকম সমিতি বা সংঘের নির্বাচনে প্রার্থী হওয়ার ঘটনা। তবে শিল্পি সমিতি না থাকলেও অভিনয় শিল্পীদের কিছু কিছু সংগঠন আছে। কিন্তু ঢালিউডের শিল্পী সমিতির মতো সংগঠনগুলো খুব একটা আলোচিত নয়।