সাম্য আর ভাতৃত্বের বার্তা নিয়ে এলো খুশির ঈদ

নিজস্ব প্রতিবেদক

মে ৩, ২০২২, ০৩:৪৮ পিএম

সাম্য আর ভাতৃত্বের বার্তা নিয়ে এলো খুশির ঈদ

করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর সীমিত পরিসরে উদযাপিত হওয়া ঈদুল ফিতর এবার স্বাভাবিকভাবে পালিত হচ্ছে। মুসলিমদের বড় এই উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্য আর ভাতৃত্বের বার্তা নিয়ে আসে। ভেদাভেদ ভুলে একই কাতারে দাঁড়িয়ে সবাই মেতে উঠেছে ঈদ আনন্দে। মানুষ এবার ঈদ করছে স্বজন-প্রিয়জনদের সান্নিধ্যে গিয়ে।

এক মাস সিয়াম সাধনার শেষে হিজরী বর্ষের দশম মাস শাওয়ালের এক তারিখ ঈদুল ফিতর উদযাপন হয়।

ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপ্রধান বলেছেন, ‘ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ-এ প্রত্যাশা করি।’

এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে নিজ অবস্থান থেকে ঈদুল ফিতরের মহীমায় উজ্জীবিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে আত্ননিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

গত কদিনে দেশের রাস্তাঘাটে গ্রামমুখো মানুষের স্রোত দেখা গেছে। ঢাকা-চট্টগ্রামসহ শহরগুলো থেকে কর্মজীবী মানুষ নাড়ির টানে ফিরেছেন বাড়িতে। মোবাইল অপারেটরগুলোর তথ্যমতে, গত পাঁচদিনে প্রায় এক কোটি সিম ব্যবহারকারী ঢাকা থেকে গ্রামে ফিরেছেন। প্রায় সবাই গেছেন মা-বাবা, স্ত্রী-সন্তান, স্বজনদের সঙ্গে মিলে ঈদ উদযাপন করতে।

ঈদুল ফিতরের ধর্মীয় মাহাত্ম হলো আত্মত্যাগের মহিমায় নিজেকে শানিত করা। ইসলাম ধর্ম যে সাম্য-মৈত্রী ও ভাতৃত্বের দীক্ষা দেয় ঈদ প্রতিবছর সেকথাই মনে করিয়ে দেয়। ঈদ ধনী-গরিবের বৈষম্য বিলীন করে দেয়।

Link copied!