লঞ্চে ঈদ-ফেরত যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৮, ২০২২, ১০:০২ এএম

লঞ্চে ঈদ-ফেরত যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

ঈদের পর প্রথম কর্মদিবসে যোগ দিতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের ঢল নেমেছে। মধ্যরাত থেকেই উপচেপড়া যাত্রী নিয়ে ঘাটে ভিড়ছে একের পর এক লঞ্চ। অতিরিক্ত ভিড়ে যাত্রীদের ভোগান্তিও ছিল চরমে। ছিল বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের।

রোববার (০৮ মে) ভোরের আলো ফোটার আগেই ঢাকায় ফেরা লঞ্চের সারিতে ভরে যায় সদরঘাট লঞ্চ টার্মিনালের সব পন্টুন। প্রিয়জনের সঙ্গে ঈদুল ফিতরের ছুটি শেষে আবারও ইট-পাথরের যান্ত্রিক শহরে ফিরছেন কর্মজীবীরা।

স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে সবার মুখেই স্বস্তির ছাপ ছিল। যাত্রীরা জানান, ঈদ ভালোই কেটেছে আত্মীয়স্বজনদের সঙ্গে।অধিকাংশ লঞ্চই সময়মতো সদরঘাটে না পৌঁছানোয় ভোগান্তি বাড়ে বলে জানান যাত্রীরা। তারা বলেন, অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে দেরিতে লঞ্চ ছেড়েছে। বসার জায়গা পাওয়া যায় না, দুই হাত জায়গা ২০০ টাকা দিয়ে কিনে বসতে হয়েছে। যে টিকিটের দাম ছিল ৪০০ টাকা সেখানে তারা ৫০০ টাকা নিয়েছে। যাত্রীরা বলেন, অতিরিক্ত যাত্রীর সুযোগে লঞ্চ মালিকরাও আদায় করেছেন বাড়তি ভাড়া। তবে নৌপুলিশের দাবি, এবারের ঈদযাত্রা ছিল নিরাপদ ও স্বস্তির।

Link copied!