মে ৫, ২০২২, ০৭:০২ পিএম
সিলেটের গোয়াইনঘাটের পর্যটন এলাকা জাফলংয়ে ঈদ অবকাশে যাওয়া পর্যটকদের ওপর হামলা চালিয়েছেন উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীরা।
জাফলং পর্যটন এলাকার টিকিট কাউন্টারের সামনে বৃহস্পতিবার (৫মে) বেলা ২টার দিকে এ হামলায় কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, টিকিট কাটা নিয়ে কথা-কাটাকাটির জেরে পর্যটকদের ওপর চড়াও হন উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীরা। সে সময় বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। একটি ভিডিওতে দেখা যায়, স্বেচ্ছাসেবক লেখা নীল ইউনিফর্ম পরা তিনজন হাতে লাঠি নিয়ে একদল পর্যটককে বেধড়ক পেটাচ্ছেন। এ সময় কিছু নারী পর্যটকও লাঞ্ছিত হন।
হামলার ঘটনা স্বীকার করেছেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান। তিনি বলেন, ‘পর্যটকদের ওই দলটি টিকিট ছাড়াই জাফলং এলাকায় ঢুকতে চাচ্ছিল। এ নিয়ে টিকিট কাউন্টারের স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বেচ্ছাসেবকরা পর্যটকদের ওপর হামলা চালায়।’
ঘটনাটি খুবই দুঃখজনক মন্তব্য করে তিনি বলেন, ‘এতে আমাদের পর্যটনের অনেক ক্ষতি হলো। যেহেতু হামলাকারীরা আমাদের নিয়োজিত স্বেচ্ছাসেবক, তাই আমি দায় নিচ্ছি। ইতোমধ্যে তিনজন স্বেচ্ছাসেবককে বরখাস্ত করেছি। স্থানীয় পুলিশকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছি।’
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বলেন, ‘আমরা হামলাকারী স্বেচ্ছাসেবকদের চিহ্নিত করেছি, তাদের ধরতে অভিযান চলছে।’ ট্যুরিস্ট পুলিশের জাফলংয়ের ইনচার্জ মো. রতন শেখ বলেন, ‘ঘটনা জানার পর পরই আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। ’