সিলেটে পর্যটকদের ওপর হামলায় ঘটনায় ৫ জন আটক

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৬, ২০২২, ০৯:০০ পিএম

সিলেটে পর্যটকদের ওপর হামলায় ঘটনায় ৫ জন আটক

সিলেটে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ৫ জনকে আটক করা  হয়েছে। সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ মজিবর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই সরেজমিনে গিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউইনও) কে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত পর্যটন কেন্দ্র জাফলংয়ে প্রবেশ গেটে টিকিট কাটা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে পর্যটকদের ওপর প্রশাসনের স্বেচ্ছাসেবকরা হামলা চালায়। সেসময় পর্যটকদের বেধড়ক লাঠিপেটা করা ছাড়াও নারীদেরও তারা হেনস্তা করে। 

ডিসি জানান,পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ, টুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ডিসি জানান, এ সংক্রান্ত নির্দেশনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেওয়া হয়েছে। আগামী ৭ দিন জাফলং ঘুরতে পর্যটকদের কোন টিকিট কিনতে হবে না।   

সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জড়িত ৫ জনকে আটক করে পুলিশ। এরপর থেকে জাফলং পর্যটন কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

 

Link copied!