ঢাকা ফিরতে যাত্রীদের দৌলতদিয়া ঘাট ব্যবহারের পরামর্শ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৬, ২০২২, ০৯:২৩ এএম

ঢাকা ফিরতে যাত্রীদের দৌলতদিয়া ঘাট ব্যবহারের পরামর্শ

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের ঈদযাত্রা খুব ভালোভাবে হয়েছে। মানুষ স্বাচ্ছন্দ্যের সঙ্গে ঈদে বাড়ি যেতে পেরেছে। তাঁর আশা, ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরাটাও স্বাচ্ছন্দ্যের হবে। আর এ জন্য ফেরি রুটে দৌলতদিয়া ঘাট ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার মন্ত্রণালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। এর আগে প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের সচিবসহ কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আল্লাহর রহমতে সারা দেশের মানুষ আনন্দের সঙ্গে ঈদ করতে পেরেছে। স্বাচ্ছন্দ্যের সঙ্গে ঈদের সময়ে মানুষ বাড়ি যেতে পেরেছে। সারা দেশে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে যাওয়া ব্যক্তিরা সফল হতে পারেনি। আল্লাহর রহমতে এবং সরকারের পদক্ষেপের কারণে মানুষ ভালোমতো ঈদ করতে পেরেছে।’

 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কালবৈশাখীসহ অন্যান্য ঝড়–জলোচ্ছ্বাসে আবহাওয়ার সতর্কসংকেত মেনে চলতে হবে।

Link copied!