একাধিক দাবিতে চাকরিপ্রত্যাশীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৫, ২০২১, ০৩:৫০ এএম

একাধিক দাবিতে চাকরিপ্রত্যাশীদের মানববন্ধন

সমাজসেবা অধিদপ্তর, সমন্বিত পাঁচ ব্যাংক, খাদ্য অধিদপ্তরসহ সম্প্রতি বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁস, চাকরিতে স্থায়ীভাবে বয়সবৃদ্ধিসহ প্রিলি রিটেনের নম্বরপত্র প্রকাশ, আবেদন ফি ১০০ ও গুচ্ছ পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছেন চাকরিপ্রত্যাশীরা।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে চাকরি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় সমসাময়িক অসঙ্গতির প্রতিবাদ জানিয়ে এই মানববন্ধন করেন।

প্রতিবাদ মিছিলটি হাইকোর্ট, কার্জন হল, শহিদ মিনার হয়ে রাজুভাস্কর্যে এসে চাকরিপ্রত্যাশীদের বক্তব্যের পর আজকের মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।

বক্তাতারা এসময় ‘প্রশ্নফাঁস বন্ধ করো, গুচ্ছ পরীক্ষা চালু করো’, ‘প্রশ্ন ফাঁস নিপাত যাক, বয়সসীমা বৃদ্ধি পাক’, ‘এসো ভাই এসো, এসো বোন,গড়ে তুলি আন্দোলন’, ‘নির্বাচনী ইশতেহার বাস্তায়ন করো, করতে হবে‘ ঈত্যাদি শ্লোগানের মাধ্যমে মানব বন্ধন মুখরিত ছিলো।

বক্তারা যৌক্তিক দাবী মেনে নিতে প্রধানমন্ত্রীর নিকট বিনতিভাবে অনুরোধ জানান।

Link copied!