বিভিন্ন পদে লোকবল নিয়োগ দিচ্ছে দ্য রিপোর্ট। ২৫ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
কাজের ধরন: পূর্ণকালীন ।
নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে ।
পদের নাম : সিনিয়র সাব-এডিটর (বাংলা ও ইংরেজি)
যোগ্যতা:
- আগ্রহী প্রার্থীকে যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
- প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন সংবাদপত্র বা নিউজ পোর্টালে কমপক্ষে ৪-৫ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
- বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সংবাদ লেখা, সম্পাদনা এবং যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
- চাপের মধ্যে মনোযোগ ধরে রেখে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
- অনলাইন সাংবাদিকতা, কনটেন্ট ম্যানেজমেন্ট ও ডিজিটাল পাবলিশিং প্ল্যাটফর্মগুলোর সাথে পরিচিতি থাকতে হবে।
দায়িত্বসমূহ:
- নির্ভুল বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় লেখা এবং সম্পাদকীয় মান সম্পন্ন সংবাদ সম্পাদনা ও প্রুফরিডিং করার পারদর্শিতা থাকতে হবে।
- পাঠকদের কাছে কনটেন্ট আকর্ষণীয় করে তুলতে এডিটর ও প্রতিবেদকদের গাইডলাইন দেওয়া।
- সাম্প্রতিক বিষয় ও আলোচিত টপিকগুলোতে আপডেটেড থাকা যাতে যথাযথ কভারেজ দেয়া যায়।
- নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে কনটেন্ট প্রকাশ নিশ্চিত করা।
- সাংবাদিকতার সততা এবং নৈতিকতার সর্বোচ্চ মান বজায় রেখে কাজ করা।
পদের নাম : নিজস্ব প্রতিবেদক (বিজনেস ও ক্রাইম)/ মাল্টিমিডিয়া রিপোর্টার
যোগ্যতা:
- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রীধারীরা অগ্রাধিকার পাবে।
ন্যূনতম ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে; বিশেষ করে বিজনেস ও ক্রাইম রিপোর্টিং এ। - কোনো ঘটনার তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে লেখা বা কন্টেন্ট তৈরী করার দক্ষতা থাকতে হবে। কঠিন বিষয়গুলোকে সহজ ও সঠিকভাবে তুলে ধরে পাঠক ও দর্শকদের সাথে যোগাযোগ তৈরি করার দক্ষতা থাকতে হবে।
- অনুসন্ধানী সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে। স্পর্শকাতর ও জটিল বিষয়গুলো নিয়ে প্রতিবেদন তৈরি করতে সক্ষম হতে হবে।
- ব্যবসায়িক নীতি, আর্থিক বাজার এবং ফৌজদারি বিচার ব্যবস্থার সঠিক জ্ঞান থাকতে হবে। আইনি নথি, আর্থিক প্রতিবেদন এবং আইন প্রয়োগ বিষয়ক তথ্য সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
- ডিজিটাল প্লাটফর্মে আধুনিক সাংবাদিকতার জন্য বর্তমান সময়ের প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা থাকতে হবে।
দায়িত্বসমূহ:
- ব্যবসা ও অপরাধ সম্পর্কিত সংবাদ নিয়ে তদন্তনির্ভর কাজ করতে হবে। সাক্ষাৎকার গ্রহণ, সরকারি নথি সংগ্রহ, অফিসিয়াল বিবৃতি নেয়াসহ সংবাদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন উৎস থেকে তথ্য সরবরাহ করতে হবে।
- ব্যবসায়ী নেতা, আইন প্রয়োগকারী কর্মকর্তা, কোনো ঘটনার ভিকটিম, প্রত্যক্ষদর্শীসহ সম্পর্কিত মানুষদের সাক্ষাৎকার নিতে হবে।
- অবশ্যই রিপোর্টিংয়ে যথার্থতা, স্বচ্ছতা ও সাংবাদিকতার মান মেনে চলতে হবে।
- সংবাদ প্রকাশের আগে পরিমার্জন ও সংশোধনের বিষয়ে সম্পাদকদের সহযোগিতা করতে হবে।
- ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে দুর্নীতি, জালিয়াতি এবং অপরাধমূলক কর্মকাণ্ড উদঘাটন বিষয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরি করতে হবে। পাশাপাশি এসব কনটেন্ট পাঠক এবং দর্শকদের সামনে সাবলীল্ভাবে উপস্থাপন করতে হবে।
- ব্রেকিং নিউজ কভার করার মানসিকতা ও অভিজ্ঞতা থাকতে হবে ।
- প্রতিকূল পরিস্থিতিতে চাপ নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
পদের নাম : ভিডিওগ্রাফার
যোগ্যতা:
- ন্যূনতম স্নাতক ডিগ্রি।সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা ও দক্ষতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
- প্রফেশনাল ভিডিও ক্যামেরা, অডিও রেকর্ডিং ডিভাইস, লাইটিংয়ের ডিভাইস চালানোর দক্ষতা থাকতে হবে। ক্যামেরা সেটিংস, ফ্রেমিং, কম্পোজিশন সম্পর্কে যথাযথ জ্ঞান থাকতে হবে।
- অবশ্যই ভিডিওগ্রাফির কাজে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। যে কোনো পত্রিকা, নিউজ পোর্টাল বা অনলাইন মিডিয়ায় কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। উচ্চ মানসম্পন্ন ভিডিও কনটেন্ট তৈরির জ্ঞান থাকতে হবে।
- ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে।
- প্রতিকূল পরিস্থিতিতে ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে চাপ নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
দায়িত্বসমূহ:
- সংবাদ, সাক্ষাৎকার বা প্রমোশনাল ভিডিওসহ বিভিন্ন রকমের প্রজেক্টে কাজ করতে হবে।
- উন্নতমানের ফুটেজ কোয়ালিটি এবং সংশ্লিষ্ট কাজটি যেন প্রাসঙ্গিক হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
- মিউজিক, সাউন্ড ইফেক্ট, গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে ভিডিও এডিট করে ডিজিটাল প্লাটফর্মে প্রচারযোগ্য করতে হবে।
- ভিডিও কাজের আইডিয়া, স্টোরিবোর্ড, শট লিস্ট তৈরিতে টিমওয়ার্ক করতে হবে। ক্রিয়েটিভ আইডিয়া শেয়ার করতে হবে।
- ভিডিও প্রোডাকশনের সব জিনিসপত্র ব্যবহার ও সামলানোর দায়িত্ব বহন করতে হবে। প্রতিটি প্রজেক্ট যেন সঠিক সময়ে সম্পন্ন হয় সেজন্য পুরো টিমকে সহায়তা করতে হবে।
পদের নাম : সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ
যোগ্যতা:
- আগ্রহী প্রার্থীকে অবশ্যই মার্কেটিং-এ বিবিএ বা এমবিএ ডিগ্রীধারী হতে হবে।
- সেলস ও বিজনেস ডেভেলপমেন্টে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে; বিশেষ করে সংবাদপত্র ইলেকট্রনিক মিডিয়া বা নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বিশেষ বিবেচনা করা হবে।
- বাণিজ্যিক বিষয়ে শক্তিশালী বিশ্লেষণাত্মক এবং কৌশলগত চিন্তা করার ক্ষমতা।
- যোগাযোগ পারদর্শী হতে হবে।
- দলগত অথবা স্বাধীনভাবে এবং পরিবেশ পরিস্থিতি মানিয়ে ধৈর্য ধরে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- সেলস টার্গেট নিশ্চিত করার সক্ষমতা থাকতে হবে।
- কম্পিউটার ও অফিশিয়াল কাজে দক্ষতা থাকতে হবে।
দায়িত্বসমূহ:
- বিজ্ঞাপনদাতা এবং স্পনসরদের কাছ থেকে বিজ্ঞাপন সংগ্রহ করা, নেটওয়ার্ক তৈরি করা। বিজ্ঞাপনদাতাদের চাহিদা এবং পছন্দ বোঝার জন্য তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে।
- নিয়মিত নতুন বিজ্ঞাপন খুঁজতে হবে। বিজ্ঞাপন পাওয়া ও ধরে রাখার ক্ষেত্রে করণীয় বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে।
- গ্রাহকদের ডেটাবেজ প্রাসঙ্গিক বিবরণসহ আপ-টু-ডেট রাখা ও কর্তৃপক্ষকে নিয়মিত অবহিত করতে হবে।
- নতুন নতুন মার্কেটিং প্ল্যান ও কৌশল তৈরি করা। মার্কেট যাচাই করে চলতি মার্কেটিং ট্রেন্ড ও প্রয়োজন সম্পর্কে আপডেটেড থাকতে হবে এবং সেই অনুযায়ী সেলস স্ট্রাটেজি সাজাতে হবে।
- প্রমোশনাল ক্যাম্পেইন সম্পর্কে আপডেটেড থাকতে হবে।
- কর্তৃপক্ষকে নিয়মিত কাজের সর্বশেষ আপডেট, ডেভেলপমেন্ট ও আপগ্রেডেশনের বিষয়ে প্রতিবেদন দিতে হবে।
সুযোগ-সুবিধা সমূহ:
- সাংবাদিকতার জগতে স্বাধীনভাবে ভূমিকা রাখার সুযোগ।
- কাজের পারফরমেন্সের ভিত্তিতে মূল্যায়ন।
- বাৎসরিক স্যালারি ইনক্রিমেন্ট; বছরে দুটি উৎসবে বোনাস।
- ফ্যামিলি ডে ,জন্মদিনসহ বিভিন্ন বাৎসরিক আয়োজন।
বিশেষ দ্রষ্টব্য: প্রাথমিকভাবে বাছাইকৃতদের সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে।
আবেদন করবেন যেভাবে: যে পদে আবেদন করতে ইচ্ছুক, ই-মেইলের সাবজেক্টে অবশ্যই সেই পদের নাম উল্লেখ করে দ্য রিপোর্টের মানব সম্পদ বিভাগের ই-মেইল ঠিকানায় মেইল করুন: hr@thereport.live
আবেদনপত্র পিডিএফ ফরম্যাটে পাঠাতে হবে এবং আবেদন পত্রের সাথে অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
আবেদন করার সময়সীমা ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত।
ঠিকানা: স্যুট ৫০৫ এ, লেভেল-৫, নাভানা জোহুরা স্কয়ার, বাংলা মোটর, ঢাকা-১২০৫।