অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন নাগরিকদের টিকা নেওয়ায় আত্মবিশ্বাস গড়ে তুলতে রবিবার এক সরাসরি টেলিভিশন সম্প্রচারে টিকা নিয়েছেন । সোমবার থেকে দেশটিতে ব্যাপক আকারে টিকাদান শুরুর কথা রয়েছে। আগামী সপ্তাহের মধ্যে অন্তত ৬০ হাজার ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা করেছে অষ্ট্রেলিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা।
টিকা নেওয়ার আগে প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘আগামীকাল আমাদের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে, ফলে আজ এর উদ্বোধন করে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় পরিষ্কার করছি; এটা নিরাপদ, গুরুত্বপূর্ণ এবং যারা সামনের কাতারে রয়েছেন তাদের টিকা দেওয়া শুরু করা প্রয়োজন।’
মহামারির শুরু থেকে অস্ট্রেলিয়ায় ২৮ হাজার ৯২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ৯০৯ জনের। অস্ট্রেলিয়ায় এই সপ্তাহে ব্যবহারের অনুমোদন পাওয়া ফাইজারের টিকা দিয়ে এই কর্মসূচি শুরু হচ্ছে। এছাড়া আগামী মাস থেকে অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের টিকার ব্যবহার শুরু হবে।
মার্চ মাসের মধ্যে ৪০ লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে অস্ট্রেলিয়া। অগ্রাধিকার তালিকায় রয়েছেন স্বাস্থ্য খাত, সীমান্ত কর্মী ও কেয়ার হোমের সাত লাখ বাসিন্দা। এরপরই থাকবেন ৭০ বছর বেশি বয়সীরা।
তবে টিকাদানের প্রতিবাদে শনিবার মেলবোর্ন, সিডনি, ব্রিসবেনে ছোট ছোট বিক্ষোভ হয়েছে। মেলবোর্নে কয়েক জন বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পুলিশ পিপার স্প্রে প্রয়োগ ছাড়াও কয়েকজনকে গ্রেফতার করে।
সূত্র: বিবিসি