ওমিক্রনের লক্ষণ ৬টি- জানাল স্বাস্থ্য অধিদপ্তর

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২২, ১২:২১ এএম

ওমিক্রনের লক্ষণ ৬টি- জানাল স্বাস্থ্য অধিদপ্তর

দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) ওমিক্রন ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশন ঘটেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তদের সাধারণত ছয়টি লক্ষণ দেখা দিচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির মুখপাত্র ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

তিনি বলেন, ওমিক্রনের উপসর্গের সঙ্গে মিল আছে সিজনাল ফ্লুয়ের। এ সময় তিনি যে সব উপসর্গের কথা বলেন সেগুলো হলো—

১-  ৭৩ শতাংশ মানুষের নাক দিয়ে পানি ঝরছে;
২- ৬৮ শতাংশ মানুষের মাথা ব্যথা করছে;
৩- ৬৪ শতাংশ রোগী অবসন্ন-ক্লান্তি অনুভব করছেন;
৪- ৪০ শতাংশ রোগীর কাশি হচ্ছে;
৫- ৭ শতাংশ রোগী হাঁচি দিচ্ছেন; এবং
৬- ৭ শতাংশ রোগীর গলা ব্যথা হচ্ছে।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, কমিউনিটি পর্যায়ে ওমিক্রনের সংক্রমণ ঘটছে। আমরা দেখছি, ওমিক্রন একটু একটু করে ডেল্টার জায়গা দখল করে ফেলছে।

Link copied!