তিন জনের মৃত্যু, শনাক্ত ২৪৩

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৪, ২০২১, ০২:১৮ এএম

তিন জনের মৃত্যু, শনাক্ত ২৪৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গেছেন তিনজন। আগের দিন করোনায় একই সংখ্যক রোগী মারা গিয়েছিলেন। একই সময়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ২৪৩ জনের শরীরে। যা আগের দিন ছিল ২৬১ জন।

এদিকে আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণ শনাক্তের হার ছিল ১ দশমিক ২৪ শতাংশ। যা গত ২৪ ঘণ্টায় হয়েছে ১ দশমিক ৪০ শতাংশ।

শুক্রবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কোভিড ইউনিটের পরিচালক ডা. মো. ইউনুসের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনায় সংক্রমণ-মৃত্যুর এ সব তথ্য জানানো হয়েছে।

আগের দিন দেশে ২৬১ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ২৪৩ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৭৭ হাজার ৭০ জনের শরীরে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক ২৪ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৪১ শতাংশ।

Link copied!