মৃত্যু শূন্য থাকলেও বেড়েছে সংক্রমণ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২২, ০১:২৮ এএম

মৃত্যু শূন্য থাকলেও বেড়েছে সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় দেশে কেউ করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা যাননি। ফলে করোনাভাইরাসে মৃত্যুহীন টানা ১৬ দিন পার করল বাংলাদেশ। তবে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় নতুন সংক্রমণ ও নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার বেড়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৮ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৯৭ হাজার ৪৬ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যু ২৯ হাজার ১২৭ জন।

Link copied!