নড়বড়ে সূচনার পরও উড়ন্ত সংগ্রহ পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৩, ২০২২, ০৯:৫৬ পিএম

নড়বড়ে সূচনার পরও উড়ন্ত সংগ্রহ পাকিস্তানের

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে হারলেই বাদ এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমেছিল পাকিস্তান। এমন ম্যাচেই কিনা টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান শুরুতেই ধ্বংসস্তুপে পরিণত হয়। সেখান থেকে ইফতিখার আহমেদ, শাদাব খানের ফিফটিতে উড়ন্ত সংগ্রহ পেয়েছে দলটি।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাঁচা মরার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে দলটি। আজই (৩রা নভেম্বর) সেমিফাইনাল নিশ্চিত করতে হলে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ১৮৬ রান।

 

Link copied!