১২ বছর পর টি-টোয়েন্টির শিরোপা গেল ক্রিকেটের জন্মভূমিতে

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৩, ২০২২, ১১:৩৭ পিএম

১২ বছর পর টি-টোয়েন্টির শিরোপা গেল ক্রিকেটের জন্মভূমিতে

টি-টোয়েন্টি বিশ্বকাপের এই অষ্টম আসরে চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। 

ফাইনালে টস জিতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ডকে ১৩৮ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। ৫ উইকেট হাতে রেখে ১৩৮ রান করে ট্রফি জিতে নিলো বাটলারের দল।

এ নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ইংল্যান্ড। এর আগে ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে ইংল্যান্ড জয় লাভ করে।

ফাইনালের আগে বারবার ঘুরে ফিরে আসছিল ১৯৯২ সালের প্রসঙ্গ। অনেকটা একই প্রেক্ষাপটে ’৯২ সালে ইমরান খানের নেতৃত্বে বিশ্ব শিরোপা জিতেছিল পাকিস্তান। এবার আর তেমনটা হতে দিলো বাটলারের দল। ১৯৯২ বিশ্বকাপের ফাইনালে হারের প্রতিশোধ নিলো ইংলিশরা। সব পূর্বাভাস মিথ্যে করে দিয়ে বেন স্টোকসের হার না মানা ফিফটিতে ২০১০ সালের পর আরেকবার কুড়ি-বিশের সংক্ষিপ্ততম এই বিশ্ব আসরের শিরোপা উঁচিয়ে ধরলো ইংলিশবাহিনী।

 

পাকিস্তান একাদশ 

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন আফ্রিদি।

ইংল্যান্ড একাদশ 

জস বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কুরান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ।

 
 
Link copied!