বাবর আজমদের অভিনন্দন ইমরান খানের

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১০, ২০২২, ০৩:৩৫ এএম

বাবর আজমদের অভিনন্দন ইমরান খানের

ইমরান খানের হাত ধরে পাকিস্তান ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। সে সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। এবার ৩০ বছর পর সেই নিউজিল্যান্ডকে হারিয়ে বাবর আজম টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে। আর এমন অর্জনে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খান অভিনন্দন বার্তা দিয়েছেন টুইটারে। 

ইমরান খান এখন গৃহবন্দি। গুলিবিদ্ধ হয়েছে পা। তবে সিডনির প্রথম সেমিফাইনাল দেখেছেন। যেখানে পাকিস্তান ৭ উইকেটে হারায় নিউজিল্যান্ডকে। ইমরান টুইটে লিখেছেন, ‘দুর্দান্ত জয়ের জন্য বাবর আজ়ম এবং গোটা দলকে অনেক শুভেচ্ছা।” ম্যাচের আগেও ইমরান টুইট করেন। লেখেন, “গোটা দেশের তরফ থেকে বাবর আজ়ম এবং গোটা দলের জন্য আমার প্রার্থনা থাকল। আমরা চাই তোমরা শেষ বল পর্যন্ত লড়ে যাও।”

Link copied!