সেরা দশ তারকা খেলোয়াড়কে মিস করছে কাতার বিশ্বকাপ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২১, ২০২২, ০৩:৫১ এএম

সেরা দশ তারকা খেলোয়াড়কে মিস করছে কাতার বিশ্বকাপ

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবলের আসর-‘গ্রেটেস্ট শো অন আর্থ’ তবে এই জমকালো আসরে দেখা যাবে না পগবা, মার্কাস রয়েস, দিয়োগো জটাসহ বেশ এক ঝাঁক তারকা খেলোয়াড়কে।বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ, একমাস বা দুই মাস আগে ইনজুরির কারণে কাতার বিশ্বকাপ থেকে তাদের ছিটকে পড়তে হয়েছে।

১. পল পগবা

কাতার বিশ্বকাপে এবার দেখা যাচ্ছে না ফ্রান্সের তারকা খেলোয়াড় পল পগবাকে। ফরাসি দলের গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডার ইনজুরির কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়েছেন আগেই। চলতি বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জুভেন্টাসের অনুশীলনে হাঁটুর চোটে পড়েছিলেন।

শুরুতে চোট অত গুরুতর মনে না হলেও পরে জানা গেল, অস্ত্রোপচার লাগবে। আরও পরে জানা গেল- ফ্রান্সের হয়ে গত বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে কাতার বিশ্বকাপে দেখা যাচ্ছে না।

২. সাদিও মানে

সেনেগালিজ তারকা সাদিও মানে বায়ার্ন মিউনিখের হয়ে ওয়েডার ব্রেমেনের বিপক্ষে খেলতে নেমেছিলেন ৯ দিন আগে। কিন্তু ওই ম্যাচেই ইনজুরির শিকার হন তিনি। যে কারণে ২০ মিনিটের মাথায় মাঠ থেকে বের হয়ে যেতে বাধ্য হন।

তখনই জানা হয়ে গিয়েছিল, মানে বিশ্বকাপ খেলতে পারবেন না তিনি। গত বৃহস্পতিবার কাতার থেকেই কর্তৃপক্ষ জানায়, অস্ত্রোপচার ছাড়া তার ইনজুরি সেরে ওঠা সম্ভব নয়। এর অর্থ, বিশ্বকাপে আর মাঠেই নামতে পারবেন না তিনি।

৩. মার্কাস রয়েস (জার্মানি)

জার্মানির হয়ে বিশ্বকাপের মতো আরেকটি বড় টুর্নামেন্ট খেলতে পারছেন না  বরুশিয়া ডর্টমুন্ডের অধিনায়ক মার্কো রয়েস। গত সেপ্টেম্বরে ৩৩ বছর বয়সী রয়েস শালকের বিপক্ষে বুন্ডেসলিগার ম্যাচে প্রথমার্ধে গুরুতর গোঁড়ালির ইনজুরিতে পড়েন।

ওইসময় স্ট্রেচারের সাহায্যে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। শালকের ফ্লোরিয়ান ফ্লিকের সঙ্গে চ্যালেঞ্জে আঘাত পান রয়েস। তবে ভক্তরা এবার মিস করবে ২০১৮ বিশ্বকাপের জার্মানি দলের এই সদস্যকে। ২০২১ ইউরোতে তিনি জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন।

৪. দিয়োগো জটা (পর্তুগাল)

কোচ ফার্নান্দো সান্তোস তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল পেপে, বার্নানডো সিলভা, গনসালো রামোসসহ কাঙ্ক্ষিত খেলোয়াড় এবং সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছেন স্কোয়াডে। তবে চোটের কারণে ছিটকে গেছেন দিয়াগো জোটা ও পেদ্রো নেতো।

গত অক্টোবরে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিভারপুলের ১-০ গোলে জয়ের ম্যাচে চোট পান জটা। স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। ২৫ বছর বয়সী এই ফুটবলারের চোট গুরুতর ছিল। ফলাফল কাতার বিশ্বকাপ থেকে ছিটকে পড়া।  

৫. আমিন হারিত (মরক্কো)

মরক্কোর জাতীয় ফুটবল দলের সদস্যরা যখন কাতারে অবস্থান করছেন, তখন দলটির নির্ভরযোগ্য খেলোয়াড় আমিন হারিত টেলিভিশনের পর্দায় বেদনাহত মন নিয়ে তাদের দেখছেন।

হাঁটুর ইনজুরির কারণে দল থেতে ছিটকে পড়েন ২৫ বছর বয়সী এই তারকা খেলোয়াড়।

৬. আর্থার মেলো (ব্রাজিল)

কাতার বিশ্বকাপের আগে যে কোন দলের কাছে সবথেকে বড় চিন্তার বিষয় ফুটবলারদের চোট আঘাত। বিশ্বকাপের আগে যেহেতু ইউরোপের বিভিন্ন দেশ সহ প্রায় সর্বত্রই চলছে লিগের খেলা ফলে এই চোট আঘাতের প্রবণতা বেড়ে চলেছে। ঠিক এমন আবহেই ব্রাজিল দলের জন্য এল খারাপ খবর।

তাদের মিডফিল্ডার আর্থার মেলোকে তারা পাবে না কাতার বিশ্বকাপে। চোটের কারণে বিশ্বকাপ শুরুর আগেই ছিটকে গিয়েছেন মেলো। তার থাইতে গুরুতর চোট রয়েছে।

৭. করিম বেনজেমা (ফ্রান্স)

আসর শুরুর মাত্র এক দিন আগে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন ফ্রান্সের সেরা তারকা খেলোয়াড় করিম বেনজেমা। অনেকটা একক নৈপূণ্যে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন লিগ শিরোপা জেতানো বেনজেমা না থাকা ফ্রান্সের জন্য বড়ই দুঃসংবাদ। বর্তমান চ্যাম্পিয়নদের বেনজেমাহীন আক্রমণ ভাগ সামলাতে কিছুটা হলেও চাপে পড়বে।

শনিবার কাতারের দোহায় অনুশীলনে নামেন ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমা। তখনই ফ্রান্স শিবিরে যুক্ত হয় খারাপ খবর। অনুশীলনের সময় বাঁ উরুতে পুরনো চোট জেগে ওঠে বেনজেমার।

 

৮. ইউটা নাকাইয়ামা (জাপান)

বিশ্বকাপ দল ঘোষণার ২ দিন পর জাপান শিবিরে চোটের ছোবল কাতার বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালের ওঠায় লক্ষ্য স্থির করে আগেভাগে দল ঘোষণা করা জাপান শিবিরে চোট আঘাত হেনেছে। অ্যাকিলিসে চোট পেয়ে ছিটকে গেছেন ডিফেন্ডার ইউটা নাকাইয়ামা।

২৫ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের চোট পাওয়ার বিষয়টি বৃহস্পতিবার জানায় তার ক্লাব হাডার্সফিল্ড টাউন। ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারির লিগ চ্যাম্পিয়নশিপে গত বুধবার ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে অ্যাকিলিস টেন্ডনে চোট পান নাকাইয়ামা।

৯. জোজো ওয়ালকট (ঘানা) 

বিশ্বকাপের আগে ক্লাবের হয়ে শেষ ম্যাচে আঙ্গুলের ইনজুরিতে পড়েন লিগ ওয়ানের ক্লাব চার্লটনের গোলরক্ষক ঘানার জোজো ওলাকট। আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ঘানার জাতীয় দলের এই গোলরক্ষক।

২৬ বছর বয়সী ওলাকট শনিবার বারটনে লিগ ওয়ানের ম্যাচের আগে অনুশীলনে আঘাত পান। ইনজুরির মাত্রা গুরুতর হওয়ায় কাতারে ব্ল্যাক স্টার্সদের হয়ে আর খেলা হচ্ছেনা তার।

১০. জিওভানি লো সেলসো (আর্জেন্টিনা)

শুরুতে শঙ্কা ছিল বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলা নিয়ে। তবে পেশির চোটে শেষ পর্যন্ত কাতারের আসর থেকেই ছিটকে গেলেন আর্জেন্টিনা মিডফিল্ডের অন্যতম ভরসা জিওভানি লো সেলসো। মঙ্গলবার লো সেলসোর ক্লাব ভিয়ারিয়াল জানায় চোট সারাতে অস্ত্রোপচার করাতে হবে। যা কার্যত শেষ করে দিয়েছে এই আর্জেন্টাইনের বিশ্বকাপ মিশন।

এ ছাড়াও এবার বিশ্বকাপে দেখা যাবে না আরও অনেক তারকাকে। তুরস্কের হাকান চলহানুগুলু, ইতালির লরেঞ্জো ইনসিনিয়ে, ফ্রেদারিকো চিয়েসানাইজেরিয়ার ভিক্টর ওসিমেন, আইভরি কোস্টের ফ্রাঙ্ক কেসিয়ে, চিলির আলেক্সিস সানচেজ, কলম্বিয়ার লুইস দিয়াজ, হামেস রদ্রিগেজ, দুভান জাপাতাসহ অনেককেই বিশ্বকাপে মিস করবেন দর্শকরা।

 

 

Link copied!