ভারতের সামনে আজ ইংল্যান্ডের পরীক্ষা

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ১০, ২০২২, ০১:৪৫ পিএম

ভারতের সামনে আজ ইংল্যান্ডের পরীক্ষা

ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছিলো ভারত। ঐ সিরিজ জয়ে আত্মবিশ্বাসী হয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারাতে চান ভারত অধিনায়ক রোহিত শর্মা। 

পাকিস্তানের বিপক্ষে রোববার মেলবোর্নের ফাইনালের টিকিট পেতে আজ অ্যাডিলেড ওভালে মুখোমুখি হচ্ছে বিশ্বের দুই শীর্ষ দল ভারত ও ইংল্যান্ড। সম্প্রতি দুটি দলই বেশ ব্যালান্সড। 

ক্রিকেটপ্রেমিরা অনেকেই  স্বপ্ন দেখছেন ভারত-পাকিস্তান ফাইনাল।  তবে এই স্বপ্ন যারা দেখছেন তাদের  স্বপ্নে পানি ঢালতে চান ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার। 

ভারত-পাকিস্তানের ফাইনাল হবার ‘পার্টি’ নষ্ট করার হুমকি দিয়ে রেখেছেন  বাটলার। অর্থাৎ, আজ দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে খেলার কথা বললেন বাটলার। 

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিলো ভারত ও পাকিস্তান। আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াইয়ের সম্ভাবনা জেগেছে। এবারের নিজ-নিজ সেমিফাইনালে জিতলেই ফাইনালে খেলবে ভারত-পাকিস্তান। 

ভারত-পাকিস্তানের ফাইনালের হতে দিতে চান না বাটলার। ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে বাটলার বলেন, ‘ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচ হোক এটা আমরা চাই না। আমরা তাদের ‘পার্টি’ নষ্ট করতে চাই। ভারত যথেষ্ট শক্তিশালী দল।’

Link copied!