১৩৮ রান করলেই চ্যাম্পিয়ন ইংল্যান্ড!

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ১৩, ২০২২, ০৯:৪৫ পিএম

১৩৮ রান করলেই চ্যাম্পিয়ন ইংল্যান্ড!

টি-টোয়েন্টি বিশ্বকাপের এই অষ্টম আসরে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নেমেছে ইংল্যান্ড-পাকিস্তান।

ফাইনালে টস জিতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ডকে ১৩৮ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান।

ম্যাচ ওপেন করতে নামেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। প্রথম ওভারেই আউট হতে পারতেন রিজওয়ান। কিন্তু মিস ফিল্ডিংয়ের কারণে রান-আউট থেকে বেঁচে যান। তবে জীবন পেয়েও ইনিংসটা লম্বা করতে পারেননি এই ব্যাটসম্যান। পাকিস্তান কিপার-ব্যাটসম্যানকে বোল্ড করে ইংল্যান্ডকে প্রথম সাফল্য এনে দিয়েছেন স্যাম কারান। এক ছক্কায় ১৪ বলে ১৫ রান করে ফেরেন রিজওয়ান।

শ্রীলঙ্কাকে ২০০৯ সালে হারিয়ে শিরোপা জিতেছিল শহীদ আফ্রিদির দল। এর পরের বছরই অর্থাৎ ২০১০ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ইংল্যান্ড। ফলে আজ যে দলই জিতবে, তারাই দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি শিরোপা উঁচিয়ে ধরবে। 

এবারের পারফরম্যান্স দেখে অনেকেই ইংল্যান্ডের উপর বাজি ধরবে। গত এক বছর ধরে বাটলার, মালানরা যেভাবে টি-টোয়েন্টিতে খেলে যাচ্ছে তাতে জয়ের পাল্লাটা তাদের দিকেই ঝুঁকছে। তার ওপর বিশ্বকাপের আগেই পাকিস্তানের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও জিতে এসেছে ইংলিশরা। কিন্তু পাকিস্তানকে নিয়ে কিছুই বলা যায় না। প্রথম দুই ম্যাচ হেরে যারা বিশ্বকাপ থেকে বিদায়ের অপেক্ষায় ছিল, তারাই আজকের ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ। 

একমাত্র দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে উইন্ডিজদের পাশে আজ নাম লেখানোর সুযোগ আছে পাকিস্তান ও ইংল্যান্ড দুই দলেরই। কারণ দুই দলই এর আগে একবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। 

ফাইনালের আগে বারবার ঘুরে ফিরে আসছে ’৯২ প্রসঙ্গ। অনেকটা একই প্রেক্ষাপটে ’৯২ সালে ইমরান খানের নেতৃত্বে বিশ্ব শিরোপা জিতেছিল পাকিস্তান। এবারও কি তার পুনরাবৃত্তি হবে?  

পাকিস্তান একাদশ 

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন আফ্রিদি।

ইংল্যান্ড একাদশ 

জস বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কুরান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ।

Link copied!