পুলিশবাদী মামলায় সাংবাদিকের কোমরে রশি, অতপর কারাগারে

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৩, ২০২২, ০৪:০৫ এএম

পুলিশবাদী মামলায় সাংবাদিকের কোমরে রশি, অতপর কারাগারে

ফেনি জেলায় পুলিশের দায়ের করা এক গায়েবি মামলায় এস এম ইউসুফ আলী নামে স্থানীয় এক সাংবাদিককে গ্রেপ্তার করার পর মঙ্গলবার দুপুরে তাকে কোমরে রশি বেঁধে আদালতে তোলার ঘটনা ঘটেছে। এঘটনায় জেলায় কর্মরত সাংবাদিক ও সচেতন মহলে ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।

ইউসুফ আলী দৈনিক অধিকার’র ফেনী ব্যুরো চিফ ও অনলাইন নিউজ পোর্টাল ফেনী রিপোর্টের সম্পাদক।তিনি দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্র জানায়, ইউসুফ আলীকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় পুলিশ সোমবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে মঙ্গলবার জেলহাজতে পাঠায়।

মামলায় ইউসুফ আলীর আইনজীবী এম শাহজাহান সাজু গণমাধ্যমকে জানান, ফেনীর সাবেক পুলিশ সুপার প্রতিহিংসা বশত ২০১৯ সালে ইউসুফ আলীসহ চার সাংবাদিককে জেলার বিভিন্ন থানায় বেশ কিছু রাজনৈতিক মামলায় হয়রানিমূলকভাবে চার্জশিটে যুক্ত করেন। এসব মামলার এজাহারে তাদের কারোই নাম ছিল না। পরবর্তীতে সবকটি মামলায় তারা জামিন লাভ করে আদালতে হাজিরা দিয়ে আসছিলেন। ছাগলনাইয়া থানায় দায়েরকৃত একটি মামলায় ভুলক্রমে হাজিরা দিতে না পারায় ইউসুফ আলীর জামিন বাতিল হয়। পুলিশ সোমবার রাত দেড়টার দিকে তাকে ঘুম থেকে তুলে গ্রেপ্তার করে থানায় নেয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম গণমাধ্যমকে বলেন, ‘কোমরে রশি বেঁধে আনার বিষয়টি তার জানা নেই।’ সংশ্লিষ্ট কর্মকর্তা নিয়মানুযায়ী গ্রেপ্তারকৃত সাংবাদিককে আদালতে পাঠিয়েছে বলে তিনি জানান।

তবে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অতিরিক্ত সতর্কতা স্বরূপ আসামির কোমরে রশি লাগানো হয়েছিল। তবে গ্রেপ্তারকৃত আসামি সাংবাদিক জানা ছিল না। যখন জেনেছি, তখন রশি সরিয়ে নিতে বলেছি।’

Link copied!