প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করে ইতিহাস গড়লেন দীপিকা

বিনোদন ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২২, ০৭:১১ পিএম

প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করে ইতিহাস গড়লেন দীপিকা

ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চের রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে আলো ছড়ালেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন; ভারতীয় হিসেবে তিনিই প্রথম উন্মোচন করলেন ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর ট্রফি।

গতকাল রবিবার বিশ্বকাপ ট্রফি উন্মোচন করেন তিনি।

৬.১৭৫ কেজি ওজনের ট্রফিটি। ১৮ ক্যারেট সোনা এবং মালাচাইট দিয়ে তৈরি। ট্রফি উন্মোচনের বিষয়টি প্রাক-ম্যাচ অনুষ্ঠানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্রাক্তন স্প্যানিশ ফুটবলার ইকার ক্যাসিলাস ফার্নান্দেজ ছিলেন দীপিকার সঙ্গে।

একটি সাদা শার্টের উপরে বাদামী ওভারকোট ও কালো বেল্ট পরেছিলেন দীপিকা। প্রানবন্ত হাসিতে মুগ্ধ করেছেন দর্শকদের। স্টেডিয়ামে লক্ষ লক্ষ ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছিল অভিনেত্রীর দিকেই। এ যেন ভারতের গর্বের চূড়ান্ত পর্ব!

এই ট্রফি খুব কমসংখ্যক মানুষেরই ধরার অধিকার রয়েছে। যার মধ্যে হয় প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়করা ধরতে পারেন। আসল ট্রফি ফিফার অধীনেই থাকবে, যে দল বিশ্বকাপ জেতে তাদের সাময়িকভাবে সেই ট্রফি দেওয়া হয়ে থাকে।

এদিকে, দীপিকা যখন কাতারে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করছেন, তার অভিনীত পাঠান সিনেমার ‘বেশরম রঙ’ গানটি নিয়ে ভারতে তখন চলছে তুমুল আলোচনা।

Link copied!