মিনিস্টার ঢাকাকে চমক দিয়ে জিতল খুলনা টাইগার্স

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২১, ২০২২, ১০:৪০ পিএম

মিনিস্টার ঢাকাকে চমক দিয়ে জিতল খুলনা টাইগার্স

তামিম ইকবালের অমন সুন্দর ইনিংস মলিন হয়ে গেল। খুলনা টাইগার্স ১৮৩ রানের টার্গেট টপকে যাবে এটা অকল্পনীয় ছিল। অবশ্য সেটাই হয়েছে। তাও ৬ বল হাতে রেখে খুলনা বিপিএলের উদ্বোধনী দিনে প্রথম ম্যাচ জিতল ৫ উইকেটে (১৮৬/৫)। মিনিস্টার ঢাকা এই আসরের টপ ফেভারিট। তাদের হারে হয়েছে আসর শুরু।

এই বিপিএলে তিন পা-বের মিনিস্টার ঢাকা। মাশরাফি অবশ্য ২ ম্যাচ খেলতে পারছেন না। ফলে দুই বিগ তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছেন। ওপেনিংয়ে নেমেছিলেন দেশসেরা ওপেনার। আর ব্যাটে ঝড় তুলে ছেড়েছেন। ৪১ বলে ফিফটি করে পূরণ করেন। ৬১ মিনিট সময় নিয়েছিলেন। ৭টি বাউন্ডারিও ছিল। কিন্তু বেশি দূর যেতে পারেননি। পরের বলেই আউট হয়ে যান বাঁ-হাতি এই ওপেনার। তামিম ইকবালের অমন সুন্দর ইনিংস মলিন হয়ে গেল। খুলনা টাইগার্স ১৮৩ রানের টার্গেট টপকে যাবে এটা অকল্পনীয় ছিল। অবশ্য সেটাই হয়েছে। তাও ৬ বল হাতে রেখে খুলনা বিপিএলের উদ্বোধনী দিনে প্রথম ম্যাচ জিতল ৫ উইকেটে (১৮৬/৫)। মিনিস্টার ঢাকা এই আসরের টপ ফেভারিট। তাদের হারে হয়েছে আসর শুরু। ফেচার ৬৫, রনি ৬১ ও থিসারা পেরেরা ৩৬ রান করেন।  

খুলনা টাইগার্স টসে জিতে ফিল্ডিং নিয়েছিল। আহমেদ শাহজাদ ২৭ বলে ৪২ ও মাহমুদউল্লাহ রিয়াদ ২০ বলে ৩৯ রান করলে বিশাল সংগ্রহ চলে আসে। ঢাকা ৬ উইকেটে ১৮৩ রান বোর্ডে জমা করে। কামরুল ইসলাম রাব্বি ৪ ওভারে ৪৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। 

আন্দ্রে রাসেল সবচেয়ে বড় তারকা টি-টোয়েন্টি দুনিয়ায়। সেই তিনি ছক্কা মেরেছিলেন এসেই। কিন্তু আজব রান আউটে ৭ রানে থামেন তিনি। নাইম শেখও থেমেছিলেন ৯ রানে। রাসেলের আউটটি নিয়ে বেশ হাস্যরসের সৃষ্টি হয়। মেহেদী হাসান থ্রো করেন। স্ট্রাইকে জহুরুল বেঁচে যান। কিন্তু ওই স্ট্যাম্প ভেঙে আবারও বল রাসেলের প্রান্তের স্ট্যাম্প ভেঙে দেয়। থার্ড আম্পায়ারে গেলে দৃশ্যমান হয় রাসেল রান আউট। এক থ্রোয়ে দুই প্রান্তের স্ট্যাম্প ভেঙে যায়।    

 

Link copied!