বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যাচ্ছেন বিটিএস সদস্য জিন

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২২, ০৪:৫৭ পিএম

বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যাচ্ছেন বিটিএস সদস্য জিন

কোরিয়ান পপ সঙ্গীতের বহুল জনপ্রিয় ব্যান্ড দল বিটিএসের সবচেয়ে বয়স্ক সদস্য জিন দক্ষিণ কোরিয়ার সামরিক প্রশিক্ষণে বাধ্যতামূলকভাবে যোগ দিতে যাচ্ছেন। আজ মঙ্গলবার পাঁচ সপ্তাহের প্রশিক্ষণ শুরু করবেন তিনি। এমনটাই জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেশটির সংবাদ সংস্থা ইয়ানহ্যাপ জানিয়েছে, জিনকে উত্তর কোরিয়ার সীমান্তের কাছে সামরিক বাহিনীর একটি ‘ফ্রন্টলাইন’  ইউনিটে রাখা হবে। এই ইউনিট দক্ষিণ কোরিয়া সাথে যুদ্ধে প্রযুক্তিগতভাবে সম্পর্কিত।

এদিকে, পরিবর্তিত এই পরিস্থিতিতে গত সপ্তাহে বিটিএস ভক্তদের উদ্দেশে বার্তা পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘আপনাদের হৃদয়গ্রাহী সমর্থন আমাদের অনুপ্রেরণা যোগায়। আশা করি আপনারা সবসময় আমাদের পাশে থাববেন।’

বিগ হিট মিউজিক জানিয়েছে, ২০২৫ সালের দিকে বিটিএস ব্যান্ড দলের সদস্যরা পুনরায় মিলিত হবে বলে আশা করা হচ্ছে।  ব্যান্ড দলটি সামরিক পরিষেবায় সময় দেওয়াকে দেশের চাহিদা এবং  যুবকদের সম্মান করা হিসেবে দেখছে। তারা মনে করছে এখনই এ সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময়।

এর আগে বিটিএসের ব্যবস্থাপনা গ্রুপ এইচওয়াইবিই জানিয়েছিল, জিন ২০২২ সালের অক্টোবরের শেষ পর্যন্ত তালিকাভুক্তি বিলম্বিতর অনুরোধ বাতিল করবেন এবং তালিকাভুক্তির জন্য সামরিক জনশক্তি প্রশাসনের প্রাসঙ্গিক পদ্ধতি অনুসরণ করবেন।

ব্যান্ডের অন্য সদস্যরাও তাদের নিজ নিজ পরিকল্পনা অনুযায়ী বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করবেন বলে সংস্থাটির বিবৃতিতে জানানো হয়েছিল।

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার একটি নিয়ম হলো, তরুণদের বয়স ৩০ বছর পূর্ণ হওয়ার আগে ২ বছর মেয়াদি সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ বয়স ২৮ হওয়ার আগেই সেই প্রশিক্ষণের জন্য নাম তালিকাভুক্ত করতে হবে।

তবে পপ তারকাদের মধ্যে যারা ‘জনপ্রিয় সংস্কৃতি এবং শিল্পে পারদর্শী’ তাদের ৩০ বছর বয়স পর্যন্ত এ বাধ্যবাধকতা পিছিয়ে দেওয়ার অনুমতি দিতে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট ২০২০ সালে একটি বিল পাস করে।

ভি, জাংকুক, জিমিন, সাগা, জিন, জে-হোপ ও আরএম—তরুণ সাত সদস্যকে নিয়েই বিটিএস। সাত বছরে তারা বিশ্বসংগীতের আসর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানে দাপটের সঙ্গে নিজেদের জায়গা করে নিয়েছে।

Link copied!