ফেসবুক হোয়াটসঅ্যাপ ইন্সটাগ্রাম সার্ভার ডাউন

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৫, ২০২১, ০৪:৫৮ এএম

ফেসবুক হোয়াটসঅ্যাপ ইন্সটাগ্রাম সার্ভার ডাউন

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামসহ বিশ্বব্যাপী সার্ভার ডাউন হয়েছে। সোমবার (৪ অক্টোবর)স্থানীয় সময় বিকাল ৫টার কিছুক্ষণ আগে (বাংলাদেশ সময় রাত ১০টা) ফেসবুকের মালিকানাধীন সব অ্যাপ স্থবির হয়ে পড়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ সমস্যা চলছে।

ওয়েবসাইটগুলোর সার্ভারের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তথ্যদানকারী ওয়েবসাইট ‘ডাউন ডিটেক্টর’ জানায় সমস্যা হয়েছে ফেসবুকের সার্ভার ডাউন থাকাকালে এই সময় কেউ প্রবেশ করতে পারেনি। বারবার রিফ্রেশ দেওয়ার পরেও ঢুকা যাচ্ছিলো না। ঢুকতে যেয়ে সরাসরি ভেসে উঠছে ‘sorry something went wrong, we're working getting fixed as soon as we can'।

হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম কিছুটা কাজ করলেও নতুন কোনো কনটেন্ট দেখা যাচ্ছে না। এসব অ্যাপ থেকে কোনো মেসেজও আদান-প্রদান করা যাচ্ছে না।

ডেইলি ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া, ইউরোপ এবং যুক্তরাজ্যের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সমস্যায় পড়ছেন।

পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনটিক্টের এই তিন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারিগরি ত্রুটি নিয়ে শত শত অভিযোগ পেয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে প্রবেশ করার চেষ্টা করলে ‘ওয়েবসাইটি পাওয়া যাচ্ছে না’ এমন বার্তাও দেখাচ্ছে।

বিভ্রাট নিয়ে ফেসবুক এক বিবৃতিতে জানায়, ‘কিছু ব্যবহারকারী আমাদের অ্যাপগুলোতে প্রবেশ করতে পারছেন না বলে জানতে পেরেছি। যত দ্রুত সম্ভব সব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছি। অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে এটা ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর বড় ধরনের বিভ্রাট, যা গত কয়েক বছরে দেখা যায়নি। এখন পর্যন্ত জানা যায়নি বিভ্রাটের কারণ। 

এর আগে, ৯ এপ্রিল হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামসহ ফেসবুকের সার্ভার কিছুক্ষণের জন্য ডাউন হয়ে পড়েছিল। তার আগে মার্চের ১৯ তারিখ ফেসবুক সার্ভারে ত্রুটি দেখা দেয়।

সর্বশেষ: স্থানীয় সময় রাত তিনটার দিকে (বাংলাদেশে) ফেসবুক সার্ভার সচল দেখা গেছে। বিশ্বের বিভিন্ন দেশের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।   

সূত্র: ডেইলি মেইল।

Link copied!