শারদীয় দুর্গোৎসবের মহা নবমী আজ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৪, ২০২২, ০৪:৫৯ পিএম

শারদীয় দুর্গোৎসবের মহা নবমী আজ

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা নবমী আজ। দুর্গোৎসবের নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পূজা শেষে আজ যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। ভক্তদের দেয়া ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবী দুর্গার।

নবমীতে নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে হয়ে থাকে বিহিত পূজা।

মহা নবমীর দিনে যজ্ঞের মাধ্যমে দেবীদুর্গার কাছে আহুতি দেওয়া হয়। সনাতন শাস্ত্রমতে, ১০৮টি বেলপাতা, আমকাঠ, ঘি দিয়ে এই যজ্ঞের আয়োজন করা হয় ও বলিদানের মাধ্যমে দেবীচরণে পূজা দেয়া হয়। 

প্রতি বছর এ তিথিতে অসুর শক্তির হাত থেকে মানুষের মুক্তি ও রক্ষা করে অসুরকে বধ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য ভক্তদের মাঝে আবির্ভূত হন দেবী দুর্গা। সনাতন ধর্মমতে, নবমীর পুণ্য তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবীদুর্গা। দেবী দুর্গার হাতে বধ হয়েছিল মহিষাসুর, আর রাম বধ করেছিলেন রাবণকে। পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার অন্তিম দিন হিসেবে বিবেচনা করা হয় মহা নবমীকে। তাই নবমীর রাতে মণ্ডপে মণ্ডপে বাজতে থাকে বিদায়ের সুর।

আগামীকাল বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবীদূর্গাকে বিদায় জানাবেন হিন্দু ধর্মাবলম্বীরা। তারপর থেকে শুরু হবে পরের বছরের অপেক্ষা।

এ বছর সারা দেশে ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এসব মণ্ডপে শারদীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন করার জন্য প্রশাসনের পাশাপাশি প্রতিটি পূজা উদযাপন কমিটিও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মণ্ডপের নিরাপত্তার জন্য প্রতিটি মণ্ডপে মণ্ডপে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং স্বেচ্ছাসেবক দলের কমিটি করা হয়েছে।

এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাজধানী ঢাকাসহ দেশের মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে আছে র‌্যাব ও পুলিশ। এছাড়াও, প্রতিটি মণ্ডপে পূজা চলাকালে নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

Link copied!