কলম্বিয়ার দক্ষিণপশ্চিম অঞ্চলের একটি কারাগারে আগুন লাগার ঘটনায় পালানোর সময় অন্তত ৪৯ জন বন্দী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশত।
বার্তা সংস্থা এপি’র প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার ভোরের দিকে তুলুয়া শহরের ওই কারাগারে আগুণ লেগে হতাহতের ঘটনা ঘটে।
মঙ্গলবার কলম্বিয়ার জাতীয় কারাগার সংস্থার পরিচালক টিটো ক্যাস্টেলানোজ স্থানীয় গণমাধ্যম ক্যারাকল রেডিওকে জানান, “আগুন লাগার পর পালানোর চেষ্টার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।”
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে উল্লেখ করে কারাগারের ওই কর্মকর্তা বলেন, “নিহতদের সবাই যে বন্দী ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
টিটো ক্যাস্টেলানোজ আরও বলেন, “সোমবার ভোরের দিকে মাঝারি ধরণের নিরাপত্তা বিশিষ্ট ওই কারাগারে দাঙ্গার চেষ্টার সময় বন্দীদের আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে।”