৬ ভাইকে চাপা দেওয়া সেই পিকআপ ভ্যান মালিক গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২২, ১১:৪০ পিএম

৬ ভাইকে চাপা দেওয়া সেই পিকআপ ভ্যান মালিক গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটে পিকআপ ভ্যানচাপায় আপন ৬ ভাই নিহতের ঘটনায় দায়ের করা মামলায় পিকআপ মালিক মাহমুদুল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে পিবিআই কক্সবাজারের বিশেষ পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর একই দিন দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি চকরিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজীব কুমার দে মামলাটি পিবিআইকে তদন্তের আদেশ দেন। তারপর থেকে পিবিআই মামলাটির নথি পেয়ে তদন্তে নামে। পরে একই ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ঘাতক পিকআপ ভ্যানের চালক সাহিদুল ইসলামকে গ্রেপ্তার র‌্যাব।

পিবিআই কক্সবাজারের বিশেষ পুলিশ সুপার সারোয়ার আলম জানান, কক্সবাজারের চকরিয়ার পিকআপ ভ্যানচাপায় আপন ৬ ভাই নিহতের ঘটনায় দায়ের করা মামলায় পিকআপ মালিক মাহমুদুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। চকরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে মাহমুদুল করিমকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বাবা সুরেশ চন্দ্রের শ্রাদ্ধানুষ্ঠানে এসে গত ৮ ফেব্রুয়ারি ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় পিকআপ ভ্যানচাপায় পাঁচ ছেলে অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯) নিহত হন।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক ছেলে রক্তিম শীল। পরে ঘটনার ১০ দিন আগে তাদের বাবা সুরেশের মৃত্যু হয়। তবে নিহতদের বোন হীরা শীল মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার একটি পা কেটে ফেলা হয়েছে।

Link copied!