হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার চেক করছে পুলিশ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২২, ০৯:৫৫ পিএম

হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার চেক করছে পুলিশ

১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় যারাই প্রবেশ করছেন, তাদেরই জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সন্দেহজনক কাউকে দেখলেই হাতে থাকা মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার চেক করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ ছাড়া বিএনপি কার্যালয় সংলগ্ন পুরো এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ রয়েছে। রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই রাস্তার আশপাশের সব অলিগলিতেও ব্যারিকেড রয়েছে।

এ রকম অবস্থার মধ্যেও বিএনপির নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে বিক্ষোভ করছেন। মাঝেমধ্যে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়েও কিছুক্ষণ পর পুনরায় জড়ো হয়ে বিক্ষোভ করছেন। রাস্তার অলিগলিতে অবস্থান নিয়েও মাঝেমধ্যে স্লোগান তুলছেন নেতাকর্মীরা।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবুল হাসান জানান, ওপর থেকে নির্দেশনা আছে এই এলাকায় কাউকে ঢুকতে দেওয়া যাবে না। তারপরও আমরা ওই এলাকায় বসবাসরত বা যৌক্তিক কারণে কেউ এলে তাকে আমরা ঢুকতে দিচ্ছি। এক্ষেত্রে পুলিশ সদস্যরা কাউকে সন্দেহজনক মনে হলে চেক করছে।

ব্যারিকেড প্রসঙ্গে তিনি বলেন, গতকাল রাত থেকেই ব্যারিকেড দেওয়া হয়েছে। আজকে ছাড়ার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে পারছি না।

Link copied!