ইউক্রেনের রাজধানী কিয়েভে ভোর বেলা থেকেই বিকট শব্দ আর গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। সকাল ঘনিয়ে আসার সাথে সাথে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। রাস্তায় রাস্তায় ‘সক্রিয় লড়াই’ চলছে এখন। গত রাতেও তুমুল লড়াই হয়েছে।
রাতভর অবিরাম বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে কেঁপে উঠেছিল রাজধানী কিয়েভ। দেশজুড়ে বিভিন্ন স্থানে তীব্র লড়াই চললেও রাজধানীতে শোনা গেছে বড় বড় বিস্ফোরণ। শনিবার সকালে আরও তীব্র হয়েছে সেই সংঘাত।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়েছে, শহরের ভাসিল্কিভ এলাকায় 'তীব্র যুদ্ধ চলছে'। শনিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পেজের ওই পোস্টে বলা হয়েছে, রাজধানী কিয়েভের রাস্তায় এখন 'সক্রিয় লড়াই' চলছে। কিয়েভ সরকারও এর আগে একটি বিবৃতিতে লড়াইয়ের বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি শহরের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকতে এবং জানালা বা বারান্দার কাছে না যাওয়ার জন্য সতর্ক করেছে। সোশ্যাল মিডিয়াতে কিয়েভভিত্তিক সাংবাদিকদের রিপোর্টগুলোও ইঙ্গিত দিচ্ছে যে, রাস্তায় মুখোমুখি লড়াই শুরু হয়ে গেছে। অনেকেই শহরের কেন্দ্রস্থলের বিকট শব্দ এবং গুলির শব্দ বর্ণনা করেছেন।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তাদের সেনারা দিনের বেলায় বেশ কয়েকটি রাশিয়ান 'শত্রু লক্ষ্যবস্তু' গুলি করে ধ্বংস করেছেন এবং রাশিয়ান সেনাদের ইউক্রেনের যেকোনো শহর দখল করা থেকেও বিরত রেখেছেন।
সূত্র: বিবিসি, সিএনএন ও এপি