শ্বাসের মাধ্যমে গ্রহণ করা যায় এমন করোনা ভাইরাসের টিকা উন্মোচন করা হয়েছে চীনে। শুক্রবার (১২ নভেম্বর) চীনের হাইকো শহরে হাইনান ইন্টারন্যাশনাল হেলথ ইন্ডাস্ট্রি এক্সপো ২০২১-তে এর প্রদর্শনী হয়।
শীতের আগমনের সঙ্গে সঙ্গে করোনা ভাইরাস নতুন করে ভীতির জন্ম দিচ্ছে। ইতোমধ্যে শীত প্রধান ইউরোপে করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার দুটোই বেড়ে গেছে। বিশ্বজুড়ে করোনা সামলাতে টিকা এবং মুখে খাওয়ার ওষুধও চালু হয়েছে। তবুও থামছে না এর প্রাদুর্ভাব।
এরই মধ্যে করোনার টিকা বিশ্বের প্রায় সব দেশেই পৌঁছে গেছে। সম্প্রতি করোনার মুখে খাওয়ার ওষুধও অনুমোদন পেয়েছে। এবার শ্বাসের মাধ্যমে নেওয়া করোনার ওষুধও উদ্বোধন করা হয়েছে চীনের হাইনান ইন্টারন্যাশনাল হেলথ ইন্ডাস্ট্রি এক্সপো ২০২১-এ।
শুক্রবার (১২ নভেম্বর) চীনের দক্ষিণাঞ্চলে হাইকো শহরে শ্বাসের মাধ্যমে নেওয়া করোনা টিকাজনসম্মুখে আনা হয়। শ্বাস গ্রহণের মা্যধমে এই ভ্যাকসিন গ্রহণ করা হয়। ফলে এটি দ্রুত শ্বাসযন্ত্র ও ফুসফুসে পৌঁছে মিউকোসালকে উদ্দীপিত করতে পারে। যা ইনজেকশন এবং মুখে খাওয়া ওষুধের মাধ্যমে সম্ভব নয়।
করোনার সব ধরনের ভ্যারিয়েন্টের জন্য এই টিকা উপযোগী বলে বলা হচ্ছে।