দেশব্যাপী টিকাদান কর্মসূচির শুরুর পর এপর্যন্ত প্রায় ২১ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে করোনার টিকা নিয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ জন। এদের মধ্যে ১৩ লাখ ৭৮ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৭ লাখ ৩ হাজার ৯৪২ জন নারী টিকা নিয়েছেন।
এছাড়া টিকাগ্রহণের পর এ পর্যন্ত মোট ৫৭৮ জনের শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। তবে তা জটিল নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু পর প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে সর্বশেষ টিকাদান পরিস্তিতি নিয়ে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শনিবার দেশের ১ হাজার ৫টি কেন্দ্র টিকা নিয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৫৬৪ জন। তাদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ২৮০ জন পুরুষ, আর নারী ৮৯ হাজার ২৮৪ জন।
তবে এ দিন আগের দিনের চেয়ে ২৭ হাজার ৩৮১ জন কম মানুষ করোনার টিকা নিয়েছেন। আগের দিন (বৃহস্পতিবার) টিকা নিয়েছিলেন ২ লাখ ৬১ হাজার ৯৪৫ জন। মাঝখানে গতকাল শুক্রবার ছুটির দিনে টিকাদান কার্যক্রম বন্ধ ছিলো।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৬৯ হাজার ৮৫৯ জন টিকা নিয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫৩ হাজার ৬৩৪ জন, খুলনা বিভাগে ২৮ হাজার ৩৩৫ জন, রাজশাহী বিভাগে ২৭ হাজার ২৪৭ জন, রংপুর বিভাগে ২১ হাজার ২৮৪ জন, সিলেট বিভাগে ১৩ হাজার ৮৫১ জন এবং বরিশাল বিভাগে ১০ হাজার ২৮৮ জন টিকা নিয়েছেন।
শনিবার ঢাকা মহানগরীর ৫০টি হাসপাতাল কেন্দ্রে টিকা নিয়েছেন ৩০ হাজার ৯১৪ জন। এরমধ্যে পুরুষ ১৯ হাজার ২১৯ জন আর নারী ১১ হাজার ৬৯৫ জন। ঢাকা মহানগরীতে এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৭৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, সারাদেশে টিকা নেওয়া ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ জনের মধ্যে এ পর্যন্ত ঢাকা বিভাগে ৫ লাখ ৮৮ হাজার ৮৪২ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ হাজার ৩২২ জন, চট্টগ্রাম বিভাগে ৪ লাখ ৭৩ হাজার ১৬৪ জন, রাজশাহী বিভাগে ২ লাখ ২৪ হাজার ২৬২ জন, রংপুর বিভাগে ১ লাখ ৯৪ হাজার ৬৭ জন, খুলনা বিভাগে ২ লাখ ৪৪ হাজার ২৬২ জন, বরিশাল বিভাগে ১ লাখ এক হাজার ৫৩৭জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৮৭ হাজার ৫১২ জন টিকা নিয়েছেন।
করোনা মহামারির সংক্রমণ ঠেকাতে দেশে ১৩ কোটির বেশি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।