করোনা: খুলনা, সাতক্ষীরা ও কুষ্টিয়ায় ৩২ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১, ২০২১, ১২:০৬ পিএম

করোনা: খুলনা, সাতক্ষীরা ও কুষ্টিয়ায় ৩২ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) ৮টা পর্যন্ত সময়ে ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে ৮ জন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন মারা যান।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে দুই হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

করোনায় ১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, মৃতের নাম বিপ্লব মন্ডল (৩৫)। তার বাড়ি মোংলার চিলা বাজারে।

তিনি আরও জানান,বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন আরও ৯৩ জন। এরমধ্যে আইসিইউতে ৯ জন আর এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।

এদিকে, করোনা ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যমে জানায়, বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় ৮ জন রোগী মারা গেছেন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৮ জন। এরমধ্যে রেড জোনে ১০৫ জন, ইয়েলো জোনে ৪৫ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন।

সাতক্ষীরায় অক্সিজেন সংকটে ৮ জনসহ ১৪ জনের মৃত্যু

সাতক্ষীরা মেডিকেল কলেজ ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রেকর্ডসংখ্যক ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অক্সিজেন সংকটে ৮ জনের মৃত্যু হয়েছে বলে রোগীর স্বজনদের দাবি। । এদের ৪জন ছিলেন করোনা পজিটিভ। অন্যরা করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

রোগীর স্বজনদের দাবি, বুধবার বিকালে সাতক্ষীরা মেডিকেলে সেন্ট্রাল অক্সিজেনের প্রেসার কমে আসতে থাকে। সেই সংকট মুহূর্তে পর পরই  আইসিইউতে ২জন, সিসিইউতে ২ জন এবং সাধারণ ওয়ার্ডে আরও ৪ জনসহ ৮জনের মৃত্যু হয়।

অক্সিজেন সংকট দেখা দিলেও তা পূরণ করতে কর্তৃপক্ষের গাফিলতিতে এসব রোগী মারা গেছেন বলে রোগীর স্বজনরা অভিযোগে করেছেন।  

তবে অক্সিজেন সংকটের কারণে রোগীর মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত। দ্য রিপোর্টকে তিনি বলেন, ‘আইসিইউতে সেন্ট্রাল অক্সিজেনে প্রেসার কমে গেলেও অক্সিজেন সংকটে কেউ মারা যায়নি।’

করোনা পজিটিভ রোগীদের মধ্যে ৪ জরের অবস্থা খুবই  সংকটজনক ছিল বলে দাবি করেন তিনি।

সিভিল সার্জন আরও জানান, সাতক্ষীরা মেডিকেলে ৭৬টি বড় আকারের অক্সিজেন সিলিন্ডার রয়েছে। সংকট দেখা দিলেই তা স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন সরবরাহ করে থাকে।

হাসপাতালে এখন পর্যন্ত ২৭৫ জন রোগী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন বলেও তিনি জানান। এর মধ্যে করোনা পজিটিভ ২৬ জন। অন্যরা করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে  চিকিৎসাধীন আছেন।

কুষ্টিয়ায় ৯ জনের মৃত্যু

সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। লকডাউনেও থামছে না মৃত্যুর মিছিল। বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৮৩০ জনের নমুনা পরীক্ষায় ৩২৪ জন করোনা শনাক্ত হয়েছেন। জেলায় এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত।

বৃহস্পতিবার (০১ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

কুষ্টিয়া জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২১১ জনের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ০৩ শতাংশ।

Link copied!