গুজব উপেক্ষা করে মানুষ করোনার টিকা নিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২১, ০৯:২৮ পিএম

গুজব উপেক্ষা করে মানুষ করোনার টিকা নিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশব্যাপী টিকাদান শুরুর অষ্টম দিনে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনার টিকা নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেসময় একই হাসপাতাল কেন্দ্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদও টিকা নেন।

টিকাগ্রহণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন নিয়ে শারীরিক কোন সমস্যা অনুভব করছি না। আমি ভ্যাকসিন নিয়েছি, আপনারাও নিন। ভ্যাকসিন নিতে জনগণের মধ্যে আগ্রহ বাড়ায় দেশের বিভিন্ন বুথগুলোতে ক্রমশই ভিড় বাড়ছে।‘

তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে কোনো কাজ হয়নি বরং সময়মতো ভ্যাকসিন বাংলাদেশে এসেছে এবং জনগণকে বিনামূল্যে দেয়া হচ্ছে। গুজব উপেক্ষা করে মানুষ করোনা টিকা নিচ্ছে।

আসাদুজ্জমান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় এবং তার সময়োপযোগী সিদ্ধান্তে আমরা সফলভাবে করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছি।

পুলিশের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এক অনবদ্য ও উজ্জ্বল ভূমিকা রেখেছে। বিশেষ করে করোনা মোকাবেলায় পুলিশ হাসপাতালের ভূমিকা অত্যন্ত প্রশংসার দাবিদার।

তিনি বলেন, আইজিপি ড. বেনজীর আহমেদের সুযোগ্য নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণে পুলিশ হাসপাতালের সেবার মান এমন এক পর্যায়ে পৌঁছেছে যা অবিশ্বাস্য। যার ফলশ্রুতিতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এক অত্যাধুনিক হাসপাতাল হিসেবে পরিণত হয়েছে।

রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রতিদিন ১৮টি বুথে পুলিশ সদস্য ছাড়াও সাধারণ মানুষ নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে পারছেন।

Link copied!