টিকার দ্বিতীয় ডোজ আট সপ্তাহ পর: স্বাস্থ্য অধিদপ্তর

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২১, ০৮:০৩ পিএম

টিকার দ্বিতীয় ডোজ আট সপ্তাহ পর: স্বাস্থ্য অধিদপ্তর

জাতীয় পরামর্শক কমিটির নির্দেশনায় দেশব্যাপী করোনার টিকাদানের ডোজের সময়সীমায় পরিবর্তন এনেছে স্বাস্থ্য অধিদপ্তর। পূর্ব নির্দেশনায় প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে সময়সীমা চার সপ্তাহের কথা থাকলেও এবার তা পেছানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আট সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে এক সাংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, ইতোমধ্যে যারা টিকা নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজের জন্য চার সপ্তাহ বা এক মাস পরের তারিখ দেওয়া হয়েছে। সেই তারিখও বদল করে নতুন তারিখ এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।‘

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি জানান, ‘আমাদের পরামর্শক কমিটি, ওয়ার্ল্ড ভ্যাকসিনেশন কমিটি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন- সবাই মিলে পরামর্শ দিয়েছে যে এটা আট সপ্তাহ পরে হলে ভালো হয়। এ কারণে আমরা দ্বিতীয় ডোজ দেওয়ার সময় পরিবর্তন করেছি।’

এছাড়া নতুন এ সিদ্ধান্ত ও পরিকল্পনার ফলে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সুবিধা হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দিয়ে বাংলাদেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। সে সময় দুই দিনে সাড়ে পাঁচশর বেশি মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হয়।

এরপর গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচির শুরুর পর এপর্যন্ত ৯ লাখেরও বেশি মানুষ স্বতঃস্ফূর্তভাবে করোনার টিকা নিয়েছেন।

Link copied!