সাত দিনে টিকা নিলেন ৯ লাখের বেশি মানুষ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২১, ০৯:২৬ পিএম

সাত দিনে টিকা নিলেন ৯ লাখের বেশি মানুষ

দেশব্যাপী টিকাদান কর্মসূচির শুরুর সাত দিনে ৯ লাখেরও বেশি মানুষ স্বতঃস্ফূর্তভাবে করোনার টিকা নিয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ৯ লাখ ৬ হাজার ৩৩ জন। এদের মধ্যে ৬ লাখ ২৬ হাজার ৪৬৯ জন পুরুষ এবং ২ লাখ ৭৯ হাজার ৫৬৪ জন নারী টিকা নিয়েছেন।

এছাড়া টিকাগ্রহণের পর এ পর্যন্ত মোট ৪২৬ জনের শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। তবে তা জটিল নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে সর্বশেষ টিকাদান পরিস্তিতি নিয়ে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রোববার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দেশের ১ হাজার ৫টি কেন্দ্র টিকা নিয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জন। তাদের মধ্যে ১ লাখ ১২ হাজার ৮৪৮ জন পুরুষ, আর নারী ৫৬ হাজার ৫০৫ জন। তবে এ দিন আগের দিনের চেয়ে ২৫ হাজার কম মানুষ টিকা নিয়েছেন।  শনিবার টিকা নিয়েছিলেন ১ লাখ ৯৪ হাজার ৩৭১ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৪৫ হাজার ৯১৪ জন টিকা নিয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৯ হাজার ৭০৩ জন, খুলনায় ১৯ হাজার ৮০২ জন, রাজশাহীতে ১৮ হাজার ৯৬৫ জন, রংপুরে ১৫ হাজার ২১৮ জন, সিলেট বিভাগে ১৩ হাজার ১৯৬ জন, বরিশালে ৯ হাজার ১৯৮ জন এবং ময়মনসিংহে ৭ হাজার ৩৫৭ জন টিকা নিয়েছেন।

রোববার ঢাকা মহানগরের ৪৬টি হাসপাতালে টিকা নিয়েছেন ২২ হাজার ৯৮২ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোভিড কেন্দ্রে সবচেয়ে বেশি ১ হাজার ৩২৪ জন টিকা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশব্যাপী করোনার টিকাদান কার্যক্রমের প্রথম দিন ৭ ফেব্রুয়ারিতে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। এরপর পর্যায়ক্রমে টিকাদানের পরিমাণ বেড়ে দ্বিতীয় দিন (৮ ফেব্রুয়ারি) ৪৬ হাজার ৫০৯ জন, তৃতীয় দিন (৯ ফেব্রুয়ারি) ১ লাখ এক হাজার ৮২ জন, চতুর্থ দিন (১০ ফেব্রুয়ারি) ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন এবং পঞ্চম দিন (১১ ফেব্রুয়ারি) ২ লাখ ৪ হাজার ৫৪০ জন টিকা নিয়েছেন।

তবে মাঝখানে গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকায় টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। এরপর শনিবার (১৩ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৩৭১ জন। সর্বশেষ আজ (রোববার) সারাদেশে টিকা নিয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জন।

করোনা মহামরির সংক্রমণ ঠেকাতে দেশে ১৩ কোটির বেশি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর

Link copied!