আন্দ্রে ফ্লেচারের (৬২ বলে ১০১ রান) সেঞ্চুরিতে ভর করে বিপিএলের প্লে অফে উঠলো খুলনা টাইগার্স। আর খুলনার জয়ে মিনিস্টার ঢাকার বিদায় ঘটেছে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্লে অফের চার দলকে পাওয়া গেছে। ফরচুন বরিশাল (প্রথম) ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স (দ্বিতীয়) প্রথম কোয়ালিফায়ারে খেলবে। আর এলিমিনেটরে খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জারস (তৃতীয়) ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স (চতুর্থ)। দুটি ম্যাচই ১৪ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় কোয়ালিফায়ার ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে কুমিল্লা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টস জিতে। ফাফ ডু প্লেসিসের (১০১) সেঞ্চুরিতে তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান তোলে।
জবাবে ১৮.৪ ওভারে জয় নিশ্চিত করে খুলনা। ফ্লেচার ও মাহেদীয় হাসানের উদ্বোধনী জুটি ছিল ১৮২ রানের। মাহেদী ৭৪ রানে আউট হন। ফ্লেচার ম্যাচ সেরা হন।