পুতিনের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বৈঠক, ফোন জেলেনস্কিকে

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৬, ২০২২, ১১:২৪ এএম

পুতিনের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বৈঠক, ফোন জেলেনস্কিকে

ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যেই মস্কো সফরে যেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

স্থানীয় সময় শনিবার প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক করেন দুই নেতা। এসময় উপস্থিত ছিলেন দুই দেশের কর্মকর্তারা। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি দুই দেশের তরফ থেকে।

আরও পড়তে পারেন: যুক্তরাষ্ট্রের অনুরোধে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাচ্ছে পোল্যান্ড

রয়টার্সের খবরে বলা হয়, পুতিনের সাথে বৈঠকের পরই জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে দেখা করতে যান বেনেট। মস্কো সফরের আগে আবার ফরাসি প্রেসিডেন্টের সাথেও কথা বলেন তিনি। পুতিনের সাথে নিজের বৈঠকের বিষয়ে বেনেটকে অবগত করেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

এদিকে, ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পরপরই ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদিমির পুতিনের  সাথেও কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তবে তাদের আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Link copied!