ফেব্রুয়ারি ১২, ২০২২, ১২:২৮ পিএম
দক্ষিণ আফ্রিকায় অপহৃত হওয়া ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ বাহিনী। একই সাথে অপহরণের মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন ৩৯ বছরের এক পাকিস্তানিকে গ্রেপ্তার করেছে তারা। শুক্রবার দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম নিউজ টুয়েন্টিফোর এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ আফ্রিকায় অপহৃত ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ।ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার পুলিশের মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল রবার্ট নেতশিউন্দার বরাত দিয়ে নিউজ টুয়েন্টিফোরের কবচরে বলা হয়, গত ২৬ জানুয়ারি ১০ বাংলাদেশি মুসিনিয়া এলাকা থেকে এনওয়ান মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় একটি গাড়ি এসে তাদের গতিরোধ করে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
সন্দেহভাজন অপহরণকারী পাকিস্তানি নাগরিক দিলপাজির আজিমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।ছবি: সংগৃহীত
পুলিশের মুখপাত্র আরও বলেন, ‘তাদেরকে আরেকটি গাড়িতে তোলা হয় এবং পিটার মোকাবা স্টেডিয়ামের কাছে পোলোকওয়ানে নিয়ে যাওয়ার পর সন্দেহভাজন অপহরণকারীর হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, অপহৃতদের স্বজনদের কাছে ফোন করে মুক্তিপণ চেয়েছে অপহরণকারী।’
পুলিশ জানিয়েছে, ৬ ফেব্রুয়ারি সন্দেহভাজন অপহরণকারী পাকিস্তানি নাগরিক দিলপাজির আজিমকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার অপহরণকারীকে দেশটিতে আদালতে হাজির করা হয়েছিল বলে নিউজ টুয়েন্টিফোর জানায়।