আদালতের নির্দেশনাতেই সীমাবদ্ধ জিকজ্যাক ইটভাটা বাস্তবায়ন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৯, ২০২২, ০১:৩৭ পিএম

আদালতের নির্দেশনাতেই সীমাবদ্ধ জিকজ্যাক ইটভাটা বাস্তবায়ন

দেশের চলমান আইনে জিকজ্যাক ইটভাটা ছাড়া অন্য কোনো ভাটার অনুমোদনের সুযোগ নেই। তবে এই ভাটা তৈরির খরচ বর্তমানে চলা বাংলা ভাটার চেয়ে দ্বিগুণ। তাই ইট ভাটা মালিকরা জিকজ্যাক ভাটা তৈরিতে আগ্রহী নয়। 

খরচ বেশি হওয়ায় আগ্রহ কম

সাভার, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জসহ কয়েকটি জেলায় সরাসরি ও মুঠোফোনে ইট ভাটা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাতেগোনা কয়েকটি ইট ভাটা ছাড়া সবগুলোই চলে বাংলা ইট ভাটা। বর্তমানে ব্যবহার করা বাংলা ইট ভাটা তৈরিতে খরচ হয় ৪৫ থেকে ৫০ লাখ টাকা। অপরদিকে, জিকজ্যাক ইট ভাটা তৈরি করতে ১ কোটি টাকা খরচ হয়। এতে দেখা যায় তৈরিতেই দ্বিগুণ খরচের সম্মুখীন হন ব্যবসায়ীরা। এছাড়াও শ্রমিকসহ বিভিন্ন খরচ তুলনামূলক বেশি প্রয়োজন হয় জিকজ্যাক ভাটায়। তাই ব্যবসায়ীদের দাবি, তারা জিকজ্যাকে খরচ বেশি হওয়াতে বাংলা ইট ভাটায় ইট তৈরি করছেন। তারা সকল অনুমতি নিয়ে বাংলা ভাটায় ইট তৈরি করছেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মেসার্স এম.এম. বিক্সস ইট ভাটার ম্যানেজার মোঃ রনি বলেন, আমরা সকল নিয়ম-কানুন মেনে ব্যবসা করে আসছি। সরকার মাঝেমধ্যেই বিভিন্ন অভিযান পরিচালনা করে। আমরা যেহেতু আইন মেনে কাজ করি আমাদের সমস্যা হয় না। আমরা কেনো আমাদের বর্তমান ভাটা ভেঙ্গে জিকজ্যাক ইট ভাটা তৈরি করব। এতো টাকা আমরা কোথায় পাবো। সরকার যদি ভবিষ্যতে আমাদের জিকজ্যাক ভাটা তৈরিতে সহযোগিতা করেন তাহলে আমরা হয়তো তা তৈরি করতে পারি।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ বলেন, জিকজ্যাক ইট ভাটা নিয়ে আমরা কাজ করছি। ইট ভাটার বিষয়ে মহামান্য হাইকোর্টেরও নির্দেশনা রয়েছে। সে নির্দেশনা মেনেও আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সকল কার্যক্রমের বিস্তারিত পরিবেশ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে দেয়া আছে সেখান থেকে সবাই জানতে পারবেন।

আদালতের নির্দেশনায়ই সীমাবদ্ধ

এর আগে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশর রিটের প্রেক্ষিতে গত ১৬ ফেব্রুয়ারি একই আদালতে অবৈধ ইটভাটার তালিকা দাখিল করে পরিবেশ অধিদফতর। ওই প্রতিবেদনে জানানো হয়, রাজধানীসহ দেশের ৫ জেলায় ৩১৮টি অবৈধ ইটভাটা রয়েছে। ভ্রাম্যমাণ আদালত ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জে অবস্থিত ৯৫টি অবৈধ ইটভাটা এরই মধ্যে বন্ধ করা হয়েছে- মর্মে দাবি করা হয় প্রতিবেদনে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকায় অবৈধ ইটভাটার সংখ্যা ১১২টি। সংলগ্ন মানিকগঞ্জে ১১টি, মুন্সিগঞ্জে ২৬টি, গাজীপুরে ৪৬টি এবং নারায়ণগঞ্জে ১২৩টি অবৈধ ইটভাটা রয়েছে।

Link copied!