ইউক্রেনে যুদ্ধ ঠেকাতে নিরাপত্তা পরিষদ ব্যর্থ হয়েছে: অ্যান্তোনিও গুতেরেস

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৯, ২০২২, ০৬:০৪ পিএম

ইউক্রেনে যুদ্ধ ঠেকাতে নিরাপত্তা পরিষদ ব্যর্থ হয়েছে: অ্যান্তোনিও গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ইউক্রেন সফরের মধ্যে গতকাল বৃহস্পতিবার কিয়েভে রকেট হামলার ঘটনা ঘটেছে। প্রতিক্রিয়ায় জাতিসংঘের মহাসচিব তীর ছুঁড়েছেন তার নিজ সংস্থার দিকে। তিনি বলেছেন, “নিরাপত্তা পরিষদ ইউক্রেনের যুদ্ধ ঠেকাতে বা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। এটি বিশাল হতাশা ও ক্রোধের বিষয়।”

তিনি বলেছেন, সংস্থাটির ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা কাউন্সিল ইউক্রেনে যুদ্ধ থামাতে ব্যর্থ হয়েছে। নিরাপত্তা কাউন্সিলকে ‘পঙ্গু’ বলেও সমালোচনা করেছেন গুতেরেস।

সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অ্যান্তনিও গুতেরেস। জেলেনস্কি আগেও নিরাপত্তা পরিষদের সমালোচনা করেছেন। গুতেরেস বলেন, আমি এখানে প্রেসিডেন্ট আপনাকে এবং ইউক্রেনীয় জনগণকে বলতে এসেছি, আমরা হাল ছাড়বো না।

নিরাপত্তা পরিষদ ‘পঙ্গু হয়ে গেছে’ স্বীকার করে নিয়ে গুতেরেস বলেন, ‘পরিষদ যখন পঙ্গু হয়ে গেছে, তখন জাতিসংঘ ভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ইউক্রেনে জাতিসংঘের ১ হাজার ৪০০ কর্মী রয়েছেন, যাঁরা খাদ্যসহায়তা, নগদ অর্থ এবং অন্যান্য সহায়তা প্রদানের জন্য কাজ করছেন।’

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘এই সফরের মধ্য দিয়ে গুতেরেস ইউক্রেনে রাশিয়ার ‘যুদ্ধাপরাধ’ প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন।’ এ সময় তিনি আবারও তাঁর দেশে রাশিয়ার পদক্ষেপকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেন।

Link copied!