ডিসেম্বর ১৩, ২০২২, ০২:৩৮ পিএম
১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছে ভারত। ইতিপূর্বে আঞ্চলিকভাবে পশ্চিমবাংলায় উদযাপন হলেও এবারে বাংলাদেশের বিজয় দিবস জাতীয়ভাবে উদযাপন করছে দেশটি। অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে প্রখ্যাত মুক্তিযাদ্ধা, কমান্ডার, সাব কমান্ডাররা যোগ দেবেন।
ভারতের হাইকমিশনের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে বলা হয়েছে, বিজয় দিবসের অনুষ্ঠান উদযাপনের জন্য কলকাতার ফোর্ট উইলিয়ান ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে বাংলাদেশের ৩০ জন মুক্তিযোদ্ধা এবং ৬ জন কমান্ডারকে স্বপরিবারে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও বলা হয়েছে, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন মুক্তিযোদ্ধাদের যাতায়াত এবং থাকাসহ সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে। আগামীকাল ১৪ ডিসেম্বর ভারতের উদ্দেশে রওনা হবেন মুক্তিযোদ্ধারা এবং ফিরবেন ১৯ ডিসেম্বর। এই সময়ে কলকাতার ঐতিহ্যবাহী কিছু স্থান পরিদর্শন করানোর ব্যবস্থাও করা হয়েছে।
এই অনুষ্ঠানে যোগ দিতে পাসপোর্ট, ভিসা, করোনার পূর্ণাঙ্গ ডোজ টিকাদানের সার্টিফিকেট এবং সম্প্রতি পিসিআর ল্যাবের মাধ্যমে করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট সাথে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত মুক্তিযোদ্ধারা হলেন: