কিরগিজস্তান থেকে মানব পাচারের শিকার ১৩ জন বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার দাবিতে যশোরে সংবাদ সম্মেলন হয়েছে। রবিবার দুপুর ১২টায় মানবাধিকার সংগঠন রাইটস যশোরের উদ্যোগে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন হয়।
পাচারের শিকার ১৩ জন হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার আসাদ্জ্জুামান, মুরাদনগর উপজেলার ওলিউল্লাহ, আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন, আবু মুসা ও জাহাঙ্গীর আলম, দেবিদ্বার উপজেলার লিমন, চান্দিনা উপজেলার শরিফুল ইসলাম, নরসিংদীর শামসুল ইসলাম, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সজল মিয়া, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমির হামজা, চুয়াডাঙ্গার বিপুল হোসেন ও নুরুজ্জামান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাত মাস আগে মাহমুদুল হাসান মীর নামের একজন দালাল চুয়াডাঙ্গা, নরসিংদী, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও কুমিল্লার ১৪ জনকে কিরগিজস্তানে গার্মেন্টসে কাজ দেয়ার প্রস্তাব দেন। এ জন্য প্রত্যেকের কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা করে নেন। প্রতিশ্রুতি দেয়া হয় কিরগিজস্তানে যাওয়ার পর বেতন হবে ৬০০ ইউএস ডলার এবং কাজের সময় হবে ৮ ঘণ্টা।
কিন্তু ওই ১৪ জনকে কিরগিজস্তানে পাঠানোর পর তারা সঠিক কাজ ও মজুরি পাননি। তাদের একটি ছোট কাপড়ের কারখানায় কাজ দেয়া হয়। যেখানে তাদের কোনো বেতন দেয়া হচ্ছে না। তাদের বলা হয়েছে মাহমুদুল হাসান মীর তাদেরকে কারখানার মালিকের কাছে বিক্রি করে দিয়েছে।
তিনি আরও বলেন, এ জন্য বেতন চাইলে বা বেতন না পেয়ে কাজ করতে রাজি না হলে তাদের ওপর চালানো হচ্ছে শারীরিক ও মানসিক নির্যাতন। ইতিমধ্যে ৫ জন ওই বন্দিদশা থেকে পালিয়ে কিরগিজস্তানে ওয়েসিস নামে একটি আন্তর্জাতিক সংগঠনে আশ্রয় নিয়েছেন। ইতোমধ্যে একজন ভিকটিম কিছুদিন আগে বাংলাদেশে ফেরত এসেছেন। এ ছাড়া সাতজন ভিকটিম পাচারকারী চক্রের হাতে এখনো বন্দি আছেন।
এ অবস্থায় বন্দি ও ওয়েসিসের আশ্রয়ে থাকা ১৩ বাংলাদেশি যুবককে দ্রুত উদ্ধার করে দেশে ফেরত আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।