কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা কেড়ে নিল ১১ প্রাণ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১০, ২০২১, ০৩:১৭ পিএম

কুমিল্লায়  গত ২৪ ঘন্টায় করোনা কেড়ে নিল ১১  প্রাণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১০আগস্ট) গত ২৪ ঘন্টায় ১১ জন মারা গেছেন। এই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৬২ জন।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

কুমিল্লা জেলার সিভিল সার্জন বলেন, ‘সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১০আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।‘

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১ হাজার ৭১০ জনের নমুনা পরীক্ষায় ৪৬২ জন  করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার বিবেচনায় আক্রান্তের শতকরা হার  ২৭ দশমিক শূন্য ১। এ নিয়ে জেলায় মোট ৩৪ হাজার ৭০২  জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন।

এদিকে, কুমিল্লা সিভিল সার্জন অফিস জানায়, মঙ্গলবার (১০আগস্ট) গত ২৪ ঘন্টায় করোনায় মারা যাওয়া ১১ জনের মধ্যে মৃতদের মধ্যে দাউদকান্দির ৪ জন, কুমিল্লা সিটি করপোরেশন, চৌদ্দগ্রাম ও মুরাদনগরে ২ জন করে এবং আদর্শ সদর উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মোট ৮১৮ জন মারা গেলেন।

সিভিল সার্জন অফিস আরও জানায়, নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১১৯ জন, আদর্শ সদরের ১৬ জন, সদর দক্ষিণের ১৪ জন, বুড়িচংয়ের ১২ জন, ব্রাহ্মণপাড়ার ১৩ জন, চান্দিনার ১০জন, চৌদ্দগ্রামের ২৪ জন, দেবীদ্বারের ১৪ জন, দাউদকান্দির ছয়জন, লাকসামের ৬১ জন, লালমাইয়ের আটজন, নাঙ্গলকোটের ৩৪ জন, বরুড়ার ৭৭ জন, মনোহরগঞ্জের ১৬, মুরাদনগরের ৫ জন, মেঘনার ১৪ জন, তিতাসের ১ জন এবং হোমনায় ১৮ জন রয়েছেন।

Link copied!