গভীর রাত পর্যন্ত আন্দোলন, ভিসির আশ্বাসে হলে ফিরলেন শাবিপ্রবির ছাত্রীরা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২২, ১০:৪১ এএম

গভীর রাত পর্যন্ত আন্দোলন, ভিসির আশ্বাসে হলে ফিরলেন শাবিপ্রবির ছাত্রীরা

অবশেষে হলে ফিরেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রীরা। হল প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত ছাত্রীরা গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আন্দোলন থেকে সরে আসেন।

তবে, ইতিবাচক সাড়া না পেলে ফের আন্দোলনের শঙ্কা রয়েছে।

আন্দোলনরত ছাত্রীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার দুর্ব্যবহারের তারা অতিষ্ঠ। এছাড়া এরসঙ্গে যুক্ত হয়েছে হলে নানা অব্যবস্থাপনাও। ভালো নয় খাবারের মানও। বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি।

এসব কারণে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় আন্দোলনে নামেন হলের ছাত্রীরা। তারা হলের বাইরে অবস্থান নিয়ে হল প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবি জানান।

একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল কমিটির সদস্যেরা আন্দোলনকারী ছাত্রীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

এরপর, রাত আড়াইটার দিকে আন্দোলন প্রত্যাহার করেন বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাত্রীরা। যদিও ইতিবাচক সাড়া না পেলে ফের আন্দোলনে নামার কথা জানিয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী।

Link copied!