টিকা ছাড়া বের হওয়া বন্ধের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৪, ২০২১, ০৮:৫৩ এএম

টিকা ছাড়া বের হওয়া বন্ধের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিন্থিতি নিয়ন্ত্রণে আনতে চলমান কঠোর বিধিনিষেধ বা লকডাউনের মেয়াদ শেষে আগামী ১১ আগস্ট থেকে ১৮ বছরের বেশি বয়সী কেউ টিকা না নিয়ে রাস্তায় চলাফেরা করলেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বলে বুধবার (৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

মাইদুল ইসলাম বলেন, বিভিন্ন টিভি চ্যানেলের নিউজ স্ক্রলে ‌‌টিকা নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না' বলে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়নি। প্রচারিত এই তথ্য সঠিক নয়।

মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী গণমাধ্যমে বলেন,১৮ বছর বয়সী কোনো ব্যক্তি ১১ আগস্টের পর করোনা প্রতিরোধী টিকা নেয়া ছাড়া ঘরের বাইরে যেতে পারবেন না। যদি কেউ বের হন তাবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

ওইদিন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আরও বলেন, ১৮ বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি যদি রাস্তাঘাট, গাড়িতে, মোটরসাইকেল বা বাইসাইকেলে, টেম্পো বা বাসে বা ট্রেনে হোক, নো বডি অ্যালাউ টু মুভ, তাদের অবশ্যই ভ্যাকসিননেটেড হতে হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, ১৪ হাজার কেন্দ্রে একযোগে ভ্যাকসিন দেয়া হবে। সেখানে আমরা বয়স্কদের অগ্রাধিকার দেবো, কারণ বৃদ্ধ লোককদের মৃতুঝুঁকি বেশি বলে মনে হয়েছে। একইসঙ্গে শ্রমিক, বাসের হেলাপারসহ সবাইকে ভ্যাকসিন নিতে আহ্বান জানাচ্ছি। ভ্যাকসিন ছাড়া কেউ কর্মস্থলে আসতে পারবে না। ভ্যাকসিনের সার্টিফিকেট থাকতে হবে।’

Link copied!