বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে জ্বালানি তেল পাচার ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে বেনাপোল বন্দরের আমদানি-রফতানি গেটে তেল পাচার রোধে তদারকি করেন বিজিবি সদস্যরা।
ভারতের চেয়ে বাংলাদেশে ডিজেলের দাম কম হওয়ায় ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলোর মাধ্যমে জ্বালানি তেল পাচার হচ্ছে বলে অভিযোগ ওঠার পর বিজিবির এ উদ্যোগ।
যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মাহবুব হোসেন জানান, ভারত থেকে আমদানি পণ্য নিয়ে যেসব ট্রাক বেনাপোল বন্দরে আসছে, সেসব ট্রাকের তেলের ট্যাংকে কী পরিমান তেল আছে তা মেপে দেখে হিসাব রাখা হচ্ছে আমদানি গেইটে। পণ্য খালাসের পর আবার যখন ট্রাকগুলো ফেরত যাচ্ছে, তখন আবার ট্যাংকের তেল মেপে দেখা হচ্ছে।
তিনি জানান, যদি কোনো ট্রাক ভারতে ফিরে যাওয়ার সময় পূর্বের তুলনায় জ্বালানি তেল বেশি পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত ৩১ অক্টোবর থেকে আমদানি গেইটে এবং ট্রাক বের হওয়ার গেইটে এই কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই সুবেদার।
বাংলাদেশে ডিজেলের দাম যখন ৬৫ টাকা ছিল, তখন ভারতে প্রতি লিটার ডিজেল বিক্রি হয়েছে ১০২ রুপিতে। ৩ নভেম্বর বাংলাদেশে ডিজেলের দাম বাড়িয়ে ৮০টাকা করে। একই সময়ে ভারত শুল্ক কমিয়ে ডিজেলের দাম নামিয়ে আনে ৯০ রুপিতে।
বেনাপোল বন্দরের একজন কর্মকর্তা বলেন, একটি ১০ চাকার ট্রাকের ট্যাংকে ৪৫০লিটার তেল ধরে। প্রতিদিন এমন চারশ ট্রাক পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসে। ওপারে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় ভারতীয় ট্রাক চালকরা গাড়িতে করে তেল পাচার করত।