নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র প্রধান নেতা আনিছুর রহমান ওরফে মাহমুদ এবং দাওয়াতী শাখার প্রধান আব্দুল্লাহ মাইমুনের সদস্য ও অর্থ সংগ্রহ বিষয়ক এবং উগ্রবাদী বক্তব্য সম্বলিত চাঞ্চল্যকর ভিডিও উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি আরও বলেন, ২৩ অক্টোবর চট্টগ্রামের গহীন অঞলে অভিযান চলাকালে প্রশিক্ষণরত কয়েকজনকে গ্রেফতার করতে সক্ষম হই। এই নতুন সংগঠনের ৬৩ জনের মধ্যে ৫৯ জন আইনের আওতাধীন,২ জন মৃত (আহমেদ ও আলামিন) আর বাকি ২ জনকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এই নতুন সংগঠনকে সহায়তাকারী ‘কে এন এফ’-এর ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে ও মামলা প্রক্রিয়াধীন।
খন্দকার আল মঈন জানান, গত ২২ জানুয়ারি কুতুব ক্যাম্পের পাশে অভিযানকালে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভয়েস আলামিনের ও ভিডিও এডিটর পাভেল নামক এক জঙ্গির।
জঙ্গি রনবীরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভিডিওর মূল উদ্দেশ্য সদস্য সংগ্রহ, অর্থ সংগ্রহের তাগিদ এবং কোনো নাশকতা বা সহিংসতার পরে নিজেদের অস্তিত্ব দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে জানান দেওয়ার পরিকল্পনা থাকতে পারে বলে জানা গেছে।
তবে তিনি আরও জানান, আমিরের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়।