পিকআপ চাপায় প্রাণ গেল ৩ জনের

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৫, ২০২১, ১১:২৩ এএম

পিকআপ চাপায় প্রাণ গেল ৩ জনের

গাজীপুরে একটি পিকআপ ভ্যানের চাপায় তিনজন মারা গেছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাত সোয়া একটার দিকে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

পুলিশ এ ঘটনায় পিকআপ ভ্যানটিকে আটক করতে পারলেও ড্রাইভারে পালিয়ে যায়। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-ময়মনসিংহের পাগলার থানার দেউলপাড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৩৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পাইকপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে আব্দুল মজিদ জনি (৩২) ও খুলনার পাইকগাছা থানার ফতেহপুর গ্রামের আব্দুল হকের ছেলে ইব্রাহীম হাবিব (৩২)।

স্থানীয় সূত্র ও মাওনা হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহতরা বিভিন্ন ওয়াজ মাহফিলসহ হাট-বাজারে তসবি, জায়নামাজ, সুগন্ধি, টুপিসহ নামাজের নানা উপকরণ বিক্রি করতো। বৃহস্পতিবার দিবাগত রাতে একটি ওয়াজ মাহফিল থেকে ফিরে এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী ফুটপাতে অপেক্ষা করছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি মুরগীবাহী পিকআপ ভ্যান তাদের চাপা দিলে জনি ও ইব্রাহীম হাবিব ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অ।বস্থায়  তোফাজ্জলকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামাল হোসেন বলেন, শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় ওই দুর্ঘটনায় ঘাতক পিকআপভ্যানটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

Link copied!