বিদেশগামী শ্রমিকদের ব্যাংকিং খাতের সাথে যুক্ত করা হবে : মন্ত্রিপরিষদ সচিব

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২২, ০১:১৯ পিএম

বিদেশগামী শ্রমিকদের ব্যাংকিং খাতের সাথে যুক্ত করা হবে : মন্ত্রিপরিষদ সচিব

বিদেশে যাওয়ার আগে শ্রমিকরা দালালদের খপ্পরে পরে জমিজমা বিক্রি করে নিঃস্ব হয়ে যায়। এজন্য এদের সুবিধার্থে প্রচার প্রচারণা বৃদ্ধির পাশাপাশি প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে যাওয়ার বিষয়ে উৎসাহী করা হবে। কেননা ব্যাংক জব লেটার নিশ্চিত না হয়ে ঋণ দিবে না। তাই প্রবাসি কল্যাণ মন্ত্রণালয়কে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা বলেন।

অর্থনৈতিক অঞ্চলে জন্য শ্রমিক দরকার

দেশে ১০০ টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করা হচ্ছে। অনেক জায়গায় এখন ভাল শ্রমিক পাচ্ছে না। যদি সব অর্থনৈতিক অঞ্চল চালু হয় তখন কয়েক লাখ শ্রমিক প্রয়োজন হয়। তাই এখন থেকেই কোন অঞ্চল কোন ধরনের শ্রমিক প্রয়োজন হবে সে বিষয়ে এখন থেকেই খেয়াল রাখতে হবে বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব।

Link copied!