অক্টোবর ২৩, ২০২২, ০৫:৩১ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
রবিবার বেলা ১১টার দিকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। পরে চিকিৎসায় অবহেলা ও শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারসহ ৯ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
একই সময় হাসপাতালের জরুরী বিভাগের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ইন্টার্ন চিকিৎসকরাও। হাসপাতালে ভাঙচুর ও ইন্টার্ন চিকিৎসককে মারধরে জড়িত বিশ্ববিদ্যালয় ছাত্রদের গ্রেপ্তারসহ হাসপাতালে কাজের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।
এদিকে, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষের ঘটনার তিনদিন পর হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পৃথক দুইটি অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করেছে পুলিশ। শনিবার রাতে রাজপাড়া থানায় এজাহার দুইটি রেকর্ড করা হয়।
অপরদিকে, শনিবার দুপুর থেকে ইন্টার্ন চিকিৎসকদের তিনদিনের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন রোগিরা। তাদের হাসপাতালে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়ে ঘটনার সময় পুলিশের অবহেলার অভিযোগ তুলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
প্রসঙ্গত, বুধবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যান মার্কেটিং বিভাগের ছাত্র শাহরিয়ার। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এর পর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালায় রাবি শিক্ষার্থীরা। একপর্যায়ে ইন্টার্ন চিকিৎসক ও রাবি শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।