রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-বন্ধ রাখা সরকারের সিদ্ধান্ত: হাইকোর্ট

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩০, ২০২২, ০১:১১ পিএম

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-বন্ধ রাখা সরকারের সিদ্ধান্ত: হাইকোর্ট

রমজান মাসে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা বা বন্ধ রাখা সরকারের সিদ্ধান্ত। এ নিয়ে আমরা হস্তক্ষেপ করতে পারি না বলে মন্তব্য করেছেন বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ।

রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার রিটের শুনানিতে আজ বুধবার তারা এ মন্তব্য করেন।

আদালতে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। তিনি বলেন, রিট আবেদনটি আদালতে জমা দিয়েছি। আগামীকাল কার্যতালিকায় থাকতে পারে।

এর আগে গত ২৭ মার্চ রমজান মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ২০ রোজা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। রিটে শিক্ষা সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং রোজার মাসে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে বিবাদীদের প্রতি রুল জারির আরজি জানানো হয়েছে।  

প্রসঙ্গত, গত ২৪ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রমজান মাসে ক্লাস চলবে। নামাজ পড়ার জন্য ৩০ মিনিট বিরতি পাবেন শিক্ষকরা। সরাসরি শ্রেণি কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু থাকবে বলেও নির্দেশনা দেয়া হয় ওই আদেশে।

Link copied!